দামেও কম, তার উপরে ট্যাক্স ফ্রি, দেখে নিন কোথায় এতটা সস্তায় পাওয়ায় যাচ্ছে সোনা

Last Updated:
সম্প্রতি পর্যটকদের জন্য সোনার কেনাকাটা শুল্কমুক্ত করে দিয়েছে ভুটান সরকার।
1/6
বলা হয় বটে, বিনিয়োগের ব্যাপারে ভারতীয়দের প্রধান ভরসা সোনা, তবে কথাটা কম-বেশি বিশ্বের সকল দেশের ক্ষেত্রেই খাটে যায়। কেন না, সোনার দাম সচরাচর পড়ে না। পড়লেও তা ক্ষণস্থায়ী, অতএব, সোনা কিনে রাখলে দরকারে তা বিক্রি করে দিয়ে বেশ ভালরকম টাকার মুখ দেখা যায়। যে কারণে অনেকেই বিদেশে গেলে এবং সস্তায় পেলে সোনা কিনে নিয়ে আসেন।
বলা হয় বটে, বিনিয়োগের ব্যাপারে ভারতীয়দের প্রধান ভরসা সোনা, তবে কথাটা কম-বেশি বিশ্বের সকল দেশের ক্ষেত্রেই খাটে যায়। কেন না, সোনার দাম সচরাচর পড়ে না। পড়লেও তা ক্ষণস্থায়ী, অতএব, সোনা কিনে রাখলে দরকারে তা বিক্রি করে দিয়ে বেশ ভালরকম টাকার মুখ দেখা যায়। যে কারণে অনেকেই বিদেশে গেলে এবং সস্তায় পেলে সোনা কিনে নিয়ে আসেন।
advertisement
2/6
তবে, বিদেশভ্রমণ বললেই যে মোটা অঙ্কের খরচের কথা মাথায় আসে, তার নিরিখে বলতেই পারেন অনেকে- যদি সেই খরচ করাই সাধ্য হয়, তবে বিদেশ যাওয়ার কী দরকার, দেশেই তো সোনা কেনা যায়। কিন্তু যাঁদের সামর্থ্য কম, তাঁরা ভুটান সরকারের সাম্প্রতিক ঘোষণার কথা শুনলে রীতিমতো নড়েচড়ে বসবেন। সম্প্রতি পর্যটকদের জন্য সোনার কেনাকাটা শুল্কমুক্ত করে দিয়েছে ভুটান সরকার। সম্রাটের জন্মোৎসব এবং লাসার বা ভুটানের নতুন বছর শুরুর তারিখ একই দিনে পড়ায় জোড়া এই উৎসব উদযাপনেই এ হেন পদক্ষেপ! যা শুরু হয়েছে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে।
তবে, বিদেশভ্রমণ বললেই যে মোটা অঙ্কের খরচের কথা মাথায় আসে, তার নিরিখে বলতেই পারেন অনেকে- যদি সেই খরচ করাই সাধ্য হয়, তবে বিদেশ যাওয়ার কী দরকার, দেশেই তো সোনা কেনা যায়। কিন্তু যাঁদের সামর্থ্য কম, তাঁরা ভুটান সরকারের সাম্প্রতিক ঘোষণার কথা শুনলে রীতিমতো নড়েচড়ে বসবেন। সম্প্রতি পর্যটকদের জন্য সোনার কেনাকাটা শুল্কমুক্ত করে দিয়েছে ভুটান সরকার। সম্রাটের জন্মোৎসব এবং লাসার বা ভুটানের নতুন বছর শুরুর তারিখ একই দিনে পড়ায় জোড়া এই উৎসব উদযাপনেই এ হেন পদক্ষেপ! যা শুরু হয়েছে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে।
advertisement
3/6
এবার আসে দামের প্রসঙ্গ। এটাই সবার আগে বিবেচ্য- ভুটান যাওয়া আমাদের রাজ্য থেকে বড়জোর এক রাতের ব্যাপার, খরচও তেমন বেশি কিছু নয়, কিন্তু সোনা যদি ওখানে দামে না পোষায়?
এবার আসে দামের প্রসঙ্গ। এটাই সবার আগে বিবেচ্য- ভুটান যাওয়া আমাদের রাজ্য থেকে বড়জোর এক রাতের ব্যাপার, খরচও তেমন বেশি কিছু নয়, কিন্তু সোনা যদি ওখানে দামে না পোষায়?
advertisement
4/6
সে প্রশ্নই ওঠে না, যা দেখা যাচ্ছে! এখন আমাদের দেশে সোনার দাম যাচ্ছে প্রায় ৫৭ হাজার টাকার ঘরে। সেখানে ভুটানে দাম যাচ্ছে প্রায় ৩৮ হাজার বিটিএন। এই প্রসঙ্গে মাথায় রাখা দরকার যে বিটিএন বা ভুটানের কারেন্সি এবং আমাদের ইন্ডিয়ান রুপির মধ্যে দরের বড় একটা প্রভেদ নেই- ফলে ওখান থেকে সোনা কেনা লাভজনক তো বটেই!
সে প্রশ্নই ওঠে না, যা দেখা যাচ্ছে! এখন আমাদের দেশে সোনার দাম যাচ্ছে প্রায় ৫৭ হাজার টাকার ঘরে। সেখানে ভুটানে দাম যাচ্ছে প্রায় ৩৮ হাজার বিটিএন। এই প্রসঙ্গে মাথায় রাখা দরকার যে বিটিএন বা ভুটানের কারেন্সি এবং আমাদের ইন্ডিয়ান রুপির মধ্যে দরের বড় একটা প্রভেদ নেই- ফলে ওখান থেকে সোনা কেনা লাভজনক তো বটেই!
advertisement
5/6
শুধু এই নিয়মগুলো মেনে চলতে হবে: - প্রত্যেক বিদেশিকে এসডিএফ বা সাসটেনেবল ডেভেলপমেন্ট ফি হিসেবে প্রতিদিন মাথাপিছু একটা টাকা ভুটান সরকারকে দিতে হবে। যা প্রতি ভারতীয় নাগরিক পিছু প্রতি দিনে দাঁড়ায় ১২০০-১৮০০ টাকা। অন্যথায়, ভুটান থেকে সোনা কেনা যাবে না। - ভুটান পর্যটনের তালিকাভুক্ত কোনও হোটেলে অন্তত একরাত কাটাতেই হবে সোনা কিনতে হলে। - ভুটান থেকে সোনা কিনতে হলে পর্যটকের কাছে ইউএস মানি থাকা প্রয়োজন।
শুধু এই নিয়মগুলো মেনে চলতে হবে: - প্রত্যেক বিদেশিকে এসডিএফ বা সাসটেনেবল ডেভেলপমেন্ট ফি হিসেবে প্রতিদিন মাথাপিছু একটা টাকা ভুটান সরকারকে দিতে হবে। যা প্রতি ভারতীয় নাগরিক পিছু প্রতি দিনে দাঁড়ায় ১২০০-১৮০০ টাকা। অন্যথায়, ভুটান থেকে সোনা কেনা যাবে না। - ভুটান পর্যটনের তালিকাভুক্ত কোনও হোটেলে অন্তত একরাত কাটাতেই হবে সোনা কিনতে হলে। - ভুটান থেকে সোনা কিনতে হলে পর্যটকের কাছে ইউএস মানি থাকা প্রয়োজন।
advertisement
6/6
এসডিএফ, হোটেলে থাকা, টাকা ডলারে বদলের খরচ এসব ধরলেও কিন্তু ভুটান থেকে সোনা কিনে আনা লাভজনকই সাব্যস্ত হচ্ছে। তবে হ্যাঁ, প্রতি ভারতীয় পুরুষ বিদেশ থেকে ২০ গ্রাম বা ৫০ হাজার টাকা পর্যন্ত এবং প্রতি ভারতীয় নারী ৪০ গ্রাম বা ১ লক্ষ টাকা পর্যন্ত শুল্কমুক্ত সোনা দেশে নিয়ে আসতে পারবেন, তার বেশি নয়, এটাও ভুললে চলবে না!
এসডিএফ, হোটেলে থাকা, টাকা ডলারে বদলের খরচ এসব ধরলেও কিন্তু ভুটান থেকে সোনা কিনে আনা লাভজনকই সাব্যস্ত হচ্ছে। তবে হ্যাঁ, প্রতি ভারতীয় পুরুষ বিদেশ থেকে ২০ গ্রাম বা ৫০ হাজার টাকা পর্যন্ত এবং প্রতি ভারতীয় নারী ৪০ গ্রাম বা ১ লক্ষ টাকা পর্যন্ত শুল্কমুক্ত সোনা দেশে নিয়ে আসতে পারবেন, তার বেশি নয়, এটাও ভুললে চলবে না!
advertisement
advertisement
advertisement