উন্নাও ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ গ্রেফতার
Last Updated:
#লখনউ: অবশেষে ধর্ষণের অভিযোগে উন্নাওয়ের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের করেছে সিবিআই। যদিও কুলদীপ সেঙ্গারের দাবি, ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি। তিনি নারকো সহ অন্যান্য মেডিক্যাল টেস্টের জন্য প্রস্তুত।
সেঙ্গারের পাশাপাশি পুলিশ হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনায় ছয় পুলিশকর্মীকেও হেফাজতে নিয়েছে সিবিআই। এদিন ফের একবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, যত বড় প্রভাবশালী হোক না কেন ধর্ষণের ঘটনায় দোষীদের রেয়াত করা হবে না। নিরাপত্তার খাতিরে নির্যাতিতা এবং তার পরিবারকে একটি হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
এদিন সিবিআই আধিকারিকরা হোটেলে গিয়েই নির্যাতিতা এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। সিবিআই-এর অন্য দুটি দল মাখী গ্রাম এবং উন্নাওয়ের জেলা হাসপাতালে যায়। মারধরে মারাত্মকভাবে জখম নির্যাতিতার বাবাকে এই জেলা হাসপাতালেই আনা হয়েছিল। তাঁর মৃত্যুর পর হাসপাতালের চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। সেই তদন্তও করছে সিবিআই।
advertisement
Location :
First Published :
April 13, 2018 2:29 PM IST