উন্নাও ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ গ্রেফতার

Last Updated:
#লখনউ: অবশেষে ধর্ষণের অভিযোগে উন্নাওয়ের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের করেছে সিবিআই। যদিও কুলদীপ সেঙ্গারের দাবি, ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি। তিনি নারকো সহ অন্যান্য মেডিক্যাল টেস্টের জন্য প্রস্তুত।
সেঙ্গারের পাশাপাশি পুলিশ হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনায় ছয় পুলিশকর্মীকেও হেফাজতে নিয়েছে সিবিআই। এদিন ফের একবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, যত বড় প্রভাবশালী হোক না কেন ধর্ষণের ঘটনায় দোষীদের রেয়াত করা হবে না। নিরাপত্তার খাতিরে নির্যাতিতা এবং তার পরিবারকে একটি হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
এদিন সিবিআই আধিকারিকরা হোটেলে গিয়েই নির্যাতিতা এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। সিবিআই-এর অন্য দুটি দল মাখী গ্রাম এবং উন্নাওয়ের জেলা হাসপাতালে যায়। মারধরে মারাত্মকভাবে জখম নির্যাতিতার বাবাকে এই জেলা হাসপাতালেই আনা হয়েছিল। তাঁর মৃত্যুর পর হাসপাতালের চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। সেই তদন্তও করছে সিবিআই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
উন্নাও ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ গ্রেফতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement