হোম /খবর /ক্রাইম /
ভক্ত সেজে ভিড়ের মধ্যে হাতসাফাই,সোনার চেন কাটতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুই মহিলা

Crime News: ভক্ত সেজে ভিড়ের মধ্যে হাতসাফাই,সোনার চেন কাটতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুই মহিলা

দলের বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে কাটোয়া থানার পুলিশ৷

দলের বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে কাটোয়া থানার পুলিশ৷

পুলিশ জানিয়েছে, যেখানেই প্রচুর মহিলার থিকথিকে ভিড় থাকে, সেই সব এলাকাকেই বেছে নেয় এই কেপমাররা।

  • Share this:

কাটোয়া: ভিড়ের মাঝে কেপমারির পরিকল্পনা ছিল মহিলা গ্যাংয়ের। অসাবধানতার সুযোগ নিয়ে একের পর এক মহিলার গলার সোনার হার কেটে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছিল তারা। কিন্তু শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেল দু'জন। বাকিরা চম্পট দেয়। কাটোয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাটোয়ায় চলছিল  অনুকুল ঠাকুরের মন্দিরে উৎসব। সেখানে বহু মহিলা পুণ্যার্থী ভিড় করেছিলেন। সেই ভিড়ের মধ্যে পুণ্যার্থী সেজে মিশে যায় মহিলা কেপমার গ্যাংয়ের সদস্যরা। শুরু হয় অপারেশন। পাঁচজন মহিলা ভক্তের সোনার হার কেটে নিয়েছিল তারা। কিন্তু তাদের এই অপারেশন চোখে পড়ে যায় অন্য কয়েক জনের। তাতেই ভেস্তে যায় পুরো পরিকল্পনা। উপস্থিত ভক্তরাই হাতেনাতে ধরে ফেলেন ওই দুই মহিলাকে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের  কাটোয়া আদালতে পেশ করে। বিচারক ধৃত দু' জনকেই ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: কনের তর্জনীর সিঁদুর বরের কপালে, কন্যাদান প্রথা বাদ দিয়ে মহিলা পুরোহিতের উপস্থিতিতে ছকভাঙা বিয়ে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হেমা মাল ও তাপসী সিং। হেমার বাড়ি হুগলি জেলার মগরা এলাকায়। আর তাপসীর বাড়ি রামপুরহাট স্টেশনের কাছে। শনিবার কাটোয়া শহরের মনমোহিনী পল্লি এলাকায় অনুকুল ঠাকুরের জন্মতিথি উৎসব চলছিল। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত এসেছিলেন। সেই ভিড়েই মিশে ছিল এই মহিলা কেপমাররা।  ভক্তদের  অন্যমনস্কতাকে কাজে লাগিয়ে কাজ হাসিলের পরিকল্পনা নিয়েছিল তারা।

আরও পড়ুন: জয়নগরে মর্মান্তিক দুর্ঘটনা! গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪, আহত দশ

পুলিশ জানিয়েছে, যেখানেই প্রচুর মহিলার থিকথিকে ভিড় থাকে, সেই সব এলাকাকেই বেছে নেয় এই কেপমাররা। ভিড়ে ঠাসা ট্রেনের কামরা, কিংবা বাস থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান সব জায়গাতেই এই অপারেশন চালিয়ে আসছিল এই মহিলারা। তাদের কাছে ছোট কাঁচি জাতীয় অস্ত্র থাকে তা দিয়েই তারা মহিলাদের গলার হার কেটে নেয়। কাটোয়াতেও এভাবেই অপারেশন চালাচ্ছিল তারা। কিন্তু গোটা বিষয়টি অন্যদের চোখে ধরা পড়ে যায়।

তাদের দলে কতজন রয়েছে, কতদিন ধরে তারা এই কারবার চালিয়ে আসছে সেসব জানতে ধৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Crime News, Katwa, Purba bardhaman