দীপক শর্মা, আসানসোল: চুরি করতে এসে চোর ফ্রিজ খুলে খাবার খেয়ে গিয়েছে, বাড়ির প্রবীণ সদস্যকে প্রণাম করেছে, এমন ঘটনা আগেও ঘটেছে এ রাজ্যে৷ কিন্তু এবার আসানসোলের এক চোর যে কাণ্ড ঘটালো, তাতে চোরের অভিনবত্ব আর দুঃসাহস দেখে ঘুম উড়েছে পুলিশ কর্তাদেরও!
গত ২৪ জানুয়ারি আসানসোলের হিরাপুর এলাকার এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়৷ আলমারি ভেঙে সবমিলিয়ে কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ ৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা৷
আরও পড়ুন: ভিডিও কলে স্ত্রীকে আত্মহত্যার হুমকি ব্যাঙ্ক কর্তার, গরফায় পুলিশ পৌঁছলেও হল না শেষ রক্ষা
অভিযোগ, ঘটনার দিন রাতেই রাজেশ গুপ্ত নামে ওই পরিবহণ ব্যবসায়ীর মোবাইল ফোনে একাধিক মেসেজ আসে৷ তার কোনওটিতে লেখা, 'চুরি করে মজা পেলাম৷ ভালই মাল পেয়েছি৷' আবার কোনও মেসেজে কার্যত বেপরোয়া ভঙ্গিতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চোর লিখেছে, 'তুই আমার নম্বর ট্র্যাক করতে পারবি না৷ আমি তোর পুরো অটো বায়োগ্রাফি জানি৷' আবার নিজের বুদ্ধির বরাই করেই চোর লিখেছে, 'আমি প্রচুর চালু৷' সবশেষে লেখা, 'শয়তানের নজর সবার উপরে থাকে৷'
ঘটনার দিন দুপুরে ঘণ্টা দুয়েকের জন্য এক পরিচিতের বিয়ের অনুষ্ঠানে যান হিরাপুরের সূর্যনগর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা রাজেশ গুপ্ত৷ কিছুক্ষণ বাদে রাজেশ বাবুর বাবা বাড়ি ফিরে প্রথম চুরির ঘটনার কথা জানতে পারেন৷ বাড়ির পিছনের দিকের একটি দরজাও ভাঙা ছিল৷ ওই পরিবারের দাবি, আলমারি ভেঙে প্রায় ৬ লক্ষ টাকার গয়না এবং নগদ ৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোর৷
আরও পড়ুন: গৃহস্থ বাড়িতে তালা ভেঙে ঢুকে ব্যাপক লুঠপাট ! সাড়ে সাত মাস পরে পুলিশের জালে মূল পাণ্ডা
ওই দিনই রাত ৭টা থেকে পর পর মেসেজ আসতে শুরু করে রাজেশ গুপ্তর হোয়াটসঅ্যাপে৷ প্রথমে ৭টা ৪ মিনিট থেকে ৭টা ৯ মিনিট এবং তার পর ৯টা ৩ মিনিট থেকে ৯টা ৬ মিনিটের মধ্যে দু' মিনিটের মধ্যে দু' দফায় বেশ কয়েকটি মেসেজ আসে৷ দেখা যায় চুরি করে বাড়ির মালিক এবং পুলিশকেই খোলাখুলি চ্যালেঞ্জ করেছে চোর৷
চোরের এই বেপরোয়া মনোভাবে পুলিশ কর্তাদের মাথাতেও চিন্তার ভাঁজ পড়েছে৷ ঘটনাস্থলে যান হিরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়ও৷ প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, ভার্চুয়াল ফোন নামে বিশেষ ধরনের অ্যাপ ব্যবহার করে এই মেসেজগুলি পাঠানো হয়েছে৷ এই ভার্চুয়াল ফোন ব্যবহার করলে কোন নম্বর থেকে মেসেজ পাঠানো হচ্ছে, তা সহজে ধরা যায় না৷ তাই চোরকে ধরতে সাইবার বিশেষজ্ঞদেরও সাহায্য নিচ্ছে পুলিশ৷ তবে পুলিশের অনুমান, ঘটনার সঙ্গে এলাকার কেউ বা ব্যবসায়ীর পরিচিত কেউ যুক্ত থাকতে পারেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Crime News, Thief, Whatsapp