Lottery: প্রতিদিন লটারির টিকিট কাটেন? বাংলাতেই যা ঘটল, আর কাটার সাহস পাবেন না নিশ্চিত!
- Published by:Suman Biswas
Last Updated:
Lottery: পুলিশ সূত্রে খবর, এই পাচারকারী চক্র ঝাড়খণ্ড লটারি নামে আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমান্ত এলাকায় জাল লটারি তৈরি করে এবং এই লটারি আসানসোল দুর্গাপুর অঞ্চলে লটারির দোকানে সাপ্লাই করে।
দীপক শর্মা: ঝাড়খণ্ড ডেইলি লটারি নামে জাল লটারি পাচারকারী চক্রের হদিশ পেল আসানসোলের জামুরিয়া থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ হানা দিয়ে প্রায় কোটি টাকার জাল লটারির টিকিট ও চারজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে তিনজন কুলটি থানার নিয়ামতপুরের বাসিন্দা ও একজন বানপুরের বাসিন্দা বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই পাচারকারী চক্র ঝাড়খণ্ড লটারি নামে আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমান্ত এলাকায় জাল লটারি তৈরি করে এবং এই লটারি আসানসোল দুর্গাপুর অঞ্চলে লটারির দোকানে সাপ্লাই করে। বেশি মুনাফার লোভে লটারি বিক্রেতারা ঝাড়খণ্ড লটারির নামে জাল লটারির টিকিট বিক্রি করে সাধারণ মানুষদের। মোটা অঙ্কের পুরস্কার লাগার পর লটারি বিক্রেতা পুরস্কারের টাকা না দিতে পারায় জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করে বেশ কয়েকজন লটারি ক্রেতা।
advertisement
advertisement
অভিযোগ পাওয়ার পরেই জামুরিয়া থানার পুলিশ এই লটারি পাচারকারী চক্রের উপরের নজরদারি বাড়ায় এবং রবিবার রাতে লটারি সাপ্লাই করতে এলে হাতেনাতে ধরে ফেলে। আসানসোল দুর্গাপুর পুলিশ সূত্রে খবর, এই জাল লটারির পেছনে বড় চক্র আছে আর সেই চক্র ঝাড়খণ্ড লটারি নামে এই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রিন্ট করা হচ্ছে।
advertisement
আর ঝাড়খণ্ড লটারির নামে বাজারে বিক্রি করা হচ্ছে। কারণ ঝাড়খন্ড রাজ্যে লগ ডেইলি লটারি রিপোর্ট নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। তারপর কীভাবে ঝাড়খণ্ড লটারি এই রাজ্যে রমরমিয়ে বিক্রি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2023 1:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery: প্রতিদিন লটারির টিকিট কাটেন? বাংলাতেই যা ঘটল, আর কাটার সাহস পাবেন না নিশ্চিত!