Lottery: প্রতিদিন লটারির টিকিট কাটেন? বাংলাতেই যা ঘটল, আর কাটার সাহস পাবেন না নিশ্চিত!

Last Updated:

Lottery: পুলিশ সূত্রে খবর, এই পাচারকারী চক্র ঝাড়খণ্ড লটারি নামে আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমান্ত এলাকায় জাল লটারি তৈরি করে এবং এই লটারি আসানসোল দুর্গাপুর অঞ্চলে লটারির দোকানে সাপ্লাই করে।

ভুয়ো লটারিতে শোরগোল (প্রতীকী চিত্র)
ভুয়ো লটারিতে শোরগোল (প্রতীকী চিত্র)
দীপক শর্মা: ঝাড়খণ্ড ডেইলি লটারি নামে জাল লটারি পাচারকারী চক্রের হদিশ পেল আসানসোলের জামুরিয়া থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ হানা দিয়ে প্রায় কোটি টাকার জাল লটারির টিকিট ও চারজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে তিনজন কুলটি থানার নিয়ামতপুরের বাসিন্দা ও একজন বানপুরের বাসিন্দা বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই পাচারকারী চক্র ঝাড়খণ্ড লটারি নামে আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমান্ত এলাকায় জাল লটারি তৈরি করে এবং এই লটারি আসানসোল দুর্গাপুর অঞ্চলে লটারির দোকানে সাপ্লাই করে। বেশি মুনাফার লোভে লটারি বিক্রেতারা ঝাড়খণ্ড লটারির নামে জাল লটারির টিকিট বিক্রি করে সাধারণ মানুষদের। মোটা অঙ্কের পুরস্কার লাগার পর লটারি বিক্রেতা পুরস্কারের টাকা না দিতে পারায় জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করে বেশ কয়েকজন লটারি ক্রেতা।
advertisement
advertisement
অভিযোগ পাওয়ার পরেই জামুরিয়া থানার পুলিশ এই লটারি পাচারকারী চক্রের উপরের নজরদারি বাড়ায় এবং রবিবার রাতে লটারি সাপ্লাই করতে এলে হাতেনাতে ধরে ফেলে। আসানসোল দুর্গাপুর পুলিশ সূত্রে খবর, এই জাল লটারির পেছনে বড় চক্র আছে আর সেই চক্র ঝাড়খণ্ড লটারি নামে এই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রিন্ট করা হচ্ছে।
advertisement
আর ঝাড়খণ্ড লটারির নামে বাজারে বিক্রি করা হচ্ছে। কারণ ঝাড়খন্ড রাজ্যে লগ ডেইলি লটারি রিপোর্ট নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। তারপর কীভাবে ঝাড়খণ্ড লটারি এই রাজ্যে রমরমিয়ে বিক্রি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery: প্রতিদিন লটারির টিকিট কাটেন? বাংলাতেই যা ঘটল, আর কাটার সাহস পাবেন না নিশ্চিত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement