আরামবাগ: ভিক্ষুকের বেশে চোর! হাতেনাতে ধরাও পড়ল তারা। পুলিশের হাতে তুলে দেওয়া হল দু'জনকে। রবিবার এমনই ঘটনা ঘটল হুগলি জেলার আরামবাগের বিবেকানন্দ পল্লী এলাকায়। জানা গিয়েছে, সাহায্যের নাম করে দুই মহিলা বাড়িতে ঢুকে মোবাইল নিয়ে চম্পট দেয়। কিন্তু চুরি করে পালালেও অবশেষে তারা ধরা পড়ে বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দাদের কাছে। ঘটনার খবর পেতেই দু'জনকে আটক করল আরামবাগ থানার পুলিশ। যদিও ধৃতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। এই ঘটনাকে নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
যাঁর বাড়িতে চুরি হয়েছে, সেই মহিলা বলেন, "বাড়িতে সেই সময় আমি কাজ করছিলাম। ঠিক তখন ওই দুই মহিলা বাড়ির গেট ঠেলাঠেলি করে।" দু'জন বারবার সাহায্য চান। এর পরেই সেই মহিলা জানান, তাঁর মেয়ে মোবাইল খুঁজে পাচ্ছেন না। শেষমেশ ওই দুই মহিলাকে তাড়া করেন বাড়ির সদস্যরা। তার পরেই ধরা পড়ে তারা।
আরও পড়ুন: আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
আরও পড়ুন: ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম
অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, "কিছুটা দূর থেকে আওয়াজ আসে। বাড়ি থেকে বেরিয়ে দেখি দুই মহিলা মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছিল।তাদের পাকড়াও করা হয়।"
দীর্ঘ ক্ষণ দুই মহিলাকে আটক করে রাখে এলাকার বাসিন্দা। খবর দেওয়া হয় আরামবাগ থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ধৃত দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।
শুভজিৎ ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arambagh, Hoogly news