Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ফের রহস্যময়ী নারী যোগ! মডেলের চাকরি পুরসভায়, রয়েছে দামী গাড়ি

Last Updated:

Recruitment Scam: শ্বেতার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইডির নজর৷ শ্বেতার অ্যাকাউন্টে অয়নের টাকা কেন? তদন্ততে ইডি৷ অয়ন - শ্বেতা. বিলাসবহুল গাড়ি কিনেছিলেন শ্বেতা চক্রবর্তী? মডেল অথচ পুরসভায় চাকরি করেন? 

নিয়োগ দুর্নীতিতে নতুন মহিলার নাম সামনে
নিয়োগ দুর্নীতিতে নতুন মহিলার নাম সামনে
কলকাতা : এবার আরও এক রহস্যময়ীর উপর নজর ইডির! ইডি হাতে ধৃত অয়ন শীলের বান্ধবীর নাম উঠে এল, তাঁর নাম শ্বেতা চক্রবর্তী। তিনি অয়নের থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন বলে দাবি ইডির। পার্থ - অর্পিতা, গোপাল - হৈমন্তীর পর এবার অয়ন - শ্বেতা।
অয়নের বান্ধবী হন্ডা সিটি গাড়ি কিনেছিলেন। সেই সংক্রান্ত নথি ইডির হাতে। সেই নথিতে দেখা যাচ্ছে একটি দামি গাড়ি কিনেছিলেন শ্বেতা। শ্বেতা টালিগঞ্জয়ের মডেল। পুরসভায় তিনি চাকরি করেন। নৈহাটির বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩২ টি অ্যাকাউন্টয়ের লেনদেনের খোঁজ পেয়েছে ইডি।
advertisement
advertisement
ইডি নজরে মোট ৩২টি অ্যাকাউন্ট। যার মধ্যে অয়ন শীলের নামে নয়টি অ্যাকাউন্ট রয়েছে। দুটি রয়েছে অয়নের ও তাঁর স্ত্রীর সঙ্গে যৌথ নামে।স্ত্রীর নামে দুটো অ্যাকাউন্ট। একটি রয়েছে শ্বেতা চক্রবর্তী নামে  অ্যাকাউন্ট। দুটো অয়নের সংস্থা ও বাকি তার ঘনিষ্ঠদের যে অ্যাকাউন্টগুলো ব্যবহার হয়েছে লেনদেনের জন্য দাবি ইডির।
advertisement
অয়নের বাড়ি থেকে যে নথি উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে  এজেন্টদের মধ্যে পুরসভার ভিতরে এজেন্ট ছিল। তাঁরা কেউ কেউ চাকরি প্রার্থীদের তালিকা রেফার করতো।  নাম, রোল,  পোস্ট সহ সব পাঠানো হত। নগদে হত লেনদেন। অয়নের বাড়ি থেকে উদ্ধার একাধিক নথি। এজেন্ট তপন দা ১৫ জনের প্রাথী তালিকা পাঠান। এজেন্ট লাল দা ৬৪ জনের প্রাথী তালিকা পাঠান।এজেন্ট কানু দা ৯৬ জনের প্রাথী তালিকা পাঠান।এজেন্ট এমডি  ৪৩ জনের প্রাথী তালিকা পাঠান।
advertisement
২০১৬ সালে পানিহাটি পুরসভা ৯ পাতার প্রার্থী তালিকা। এদের মধ্যে পুরসভা ভিতরে কর্মীরা এজেন্ট।  তাঁরাই চাকরি প্রাথীদের রেফার করতেন। প্রণব মন্ডল নামে এক চাকরি প্রার্থীর চিঠির খসড়া । কলকাতা মেয়রকে লেখা চিঠির খসড়া। তবে অয়নের বান্ধবীও পুরসভায় চাকরি করেন। এর পিছনে কোন রহস্য লুকিয়ে নেই তো! তদন্তে ইডি।
ARPITA HAZRA
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ফের রহস্যময়ী নারী যোগ! মডেলের চাকরি পুরসভায়, রয়েছে দামী গাড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement