ভোর রাতে হরিদেবপুরের রাস্তায় তিন বৃদ্ধা, সন্দেহ পুলিশের! থানায় নিয়ে ব্যাগ খুলতেই চোখ কপালে

Last Updated:

গত  ৩০ সেপ্টেম্বর ভোর রাতের দিকে হরিদেবপুর থানার পুলিশকর্মীরা এলাকায় টহল দিচ্ছিলেন।

তিন বৃদ্ধার ব্যাগ থেকে উদ্ধার হওয়া তালা ভাঙার সরঞ্জাম৷
তিন বৃদ্ধার ব্যাগ থেকে উদ্ধার হওয়া তালা ভাঙার সরঞ্জাম৷
কলকাতা: এই মুহূর্তে কলকাতা শহর এবং শহরতলিতে পুলিশের চিন্তার কারণ নতুন নতুন পদ্ধতিতে চুরি। পুলিশের হাতে এমন অনেকেই ধরা পড়ছে যাদের অতীতে অপরাধের কোনও নজির নেই। নতুন এই অপরাধীদের বেশিরভাগই আবার বয়স্ক নাগরিক। সম্প্রতি এমনই একটি দলকে জালে তুলেছে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার পুলিশ। গোটা ঘটনায় রীতিমতো তাজ্জব অভিজ্ঞ পুলিশ কর্তারাও৷ কারণ তিন বৃদ্ধা মিলে চুরি করতে বেরিয়েই পুলিশের হাতে ধরা পড়েছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
গত  ৩০ সেপ্টেম্বর ভোর রাতের দিকে হরিদেবপুর থানার পুলিশকর্মীরা এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় তিনজন বয়স্ক মহিলাকে রাস্তায় হাঁটতে দেখে রীতিমতো অবাক হয়ে যান পুলিশকর্মীরা। ওই তিন বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের গতিবিধি জানার চেষ্টা করে৷ কিন্তু অসংলগ্ন জবাব দিতে থাকে তিন বৃদ্ধা৷ পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই তিন বৃদ্ধার মধ্যে দু জনের বাড়ি বজবজ এলাকায়।একজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগণার কুলপি থানার লক্ষীকান্ত পুর এলাকায়।
advertisement
স্বাভাবিক ভাবেই পুলিশ কর্মীদের মনে প্রশ্ন জাগে, অত রাতে তিন বৃদ্ধা কোথায় যাচ্ছিল৷ এই প্রশ্নেরও ঠিকঠাক জবাব দিতে পারেনি তিন জন৷  এর পরেই পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।থানায় নিয়ে গেলে তাদের ব্যাগ থেকে তালা ভাঙার জন্য ব্যবহৃত বড় স্ক্রু ড্রাইভার,  শাবল এবং বেশ কিছু রড উদ্ধার করে।পুলিশের সামনে তিনজনই তাদের অপরাধের কথা পুলিশের কাছে স্বীকার করে নেয়। ধৃত তিন মহিলার নাম জাহানারা বিবি (৬৫) হাসিনা বিবি (৫৫)আরজিনা বিবি(৪৮)।
advertisement
advertisement
তদন্তকারীরা তাদের কথা শুনে রীতিমতো তাজ্জব বনে যান। তিনজন মহিলা এই বয়সে রাতের বেলায় দুঃসাহসিক চুরি করতে বেরোতে পারেন, তা যেন বিশ্বাসই হচ্ছে না রেল কর্তাদেরও! সূত্রের খবর, এই সব মহিলারা রাতের বেলা বিভিন্ন বাড়িতে জানালার পাশে কোনও কিছু থাকলে কিম্বা ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে চুরি করে নিয়ে পালায়। তবে এই বয়সে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে তদন্তকারীরা। ওই বৃদ্ধাদের অন্য কেউ চুরি করতে নামিয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ভোর রাতে হরিদেবপুরের রাস্তায় তিন বৃদ্ধা, সন্দেহ পুলিশের! থানায় নিয়ে ব্যাগ খুলতেই চোখ কপালে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement