Maa flyover accident: গভীর রাতে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ১, আহত ৪

Last Updated:
দুম়যে মুচ়়ড়ে যাওয়া গাড়ি থেকে চালককে উদ্ধারের চেষ্টা৷
দুম়যে মুচ়়ড়ে যাওয়া গাড়ি থেকে চালককে উদ্ধারের চেষ্টা৷
 সমীর মণ্ডল, কলকাতা: রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা৷ বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি৷ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি উড়ালপুলের একটি লাইট পোস্টে ধাক্কা মারে গাড়িটি৷ গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে সংঘর্ষের জেরে সেটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়৷ ভেঙে পড়ে লাইট পোস্টটিও৷
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট পাঁচ জন যাত্রী ছিলেন৷ এদের মধ্যে চার জন পুরুষ এবং একজন মহিলা৷ দুর্ঘটনাস্থলেই গাড়ির চালকের আসনে থাকা ব্যক্তির মৃত্যু হয়৷ বাকি চারজন আরোহীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ৷ মৃত এবং আহত প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২৭-এর মধ্যে৷
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির জেরেই গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক৷ গাড়ির আরোহীরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ রাত একটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে উড়ালপুলের ডিভাইডারের উপরে থাকা ল্যাম্পপোস্টে ধাক্কা মারে৷
দুর্ঘটনার জেরে গাড়ির সামনের দিকের অংশ বিশ্রী ভাবে দুমড়ে মুচড়ে যায়৷ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে চালকের আসনে থাকা ব্যক্তিকে প্রথমে উদ্ধার করতেই বেগ পায় পুলিশ৷ খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে৷ শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় গ্যাস কাটার এনে চালকের আসনের পাশের দরজা কেটে চালকের দেহ উদ্ধার করে পুলিশ৷ দুর্ঘটনার জেরে মা উড়ালপুলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ মৃত এবং আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Maa flyover accident: গভীর রাতে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ১, আহত ৪
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement