সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে ফের অভিযান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের

Last Updated:

এনআরএস থেকে তিন ও এসএসকেএম থেকে দু’জন দালালকে গ্রেফতার করল গুন্ডা দমন শাখা।

সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে ফের অভিযান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের
সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে ফের অভিযান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের
অমিত সরকার, কলকাতা: সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে ফের অভিযান চালাল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এনআরএস থেকে তিন ও এসএসকেএম থেকে দু’জন দালালকে গ্রেফতার করল গুন্ডা দমন শাখা।
বিভিন্ন জেলা থেকে শহর কলকাতার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বহু রোগী। সঙ্গে আসেন তাদের পরিজন। অনেক সময়েই হাসপাতালে বেড বা শয্যা পেতে সময় লাগে রোগীর। আর তারই সুযোগ নিয়ে বেড পাইয়ে দেওয়া বা ভর্তি করে দেওয়ার নাম করে জাল বিছিয়েছে দালাল চক্র। বুধবার এমনই দালাল চক্রের পাঁচজনকে দুটি হাসপাতাল থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
advertisement
advertisement
প্রথম ঘটনা এন্টালি থানা এলাকার এনআরএস। সেখানে এক রোগীর ভর্তি করে দেওয়ার নাম করে পরিজনের কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগ। টাকা নিয়েও ভর্তি করে না দেওয়ায় পুলিশের দ্বারস্থ হয় রোগীর পরিবার। এরপরই অভিযানে নামে গুন্ডা দমন শাখা। হাসপাতাল চত্বর থেকেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল, প্রয়াগ সাহা, পঙ্কজ পাণ্ডে ও পবিত্র মুখোপাধ্যায়। ধৃতদের বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে পেশ করবে পুলিশ। কবে থেকে তারা এই চক্র চালাচ্ছে, সে বিষয়ে জেরা করা হয়েছে ধৃতদের । তাদের বাকি সদস্যের খোঁজ জারি রেখেছে পুলিশ।
advertisement
দ্বিতীয় অভিযোগ আসে এসএসকেএম থেকে। ৩৫ হাজার টাকা নেওয়া হয়েছিল রোগী ভর্তির নাম করে। কিন্তু সেখানেও প্রতারিত হন রোগীর পরিজন । এই ঘটনায় উত্তম দাস ও মনোজ মল্লিক নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের এদিন আদালতে পেশ করবে পুলিশ।  লালবাজার সূত্রে খবর, হাসপাতালে দালাল চক্র রুখতে এই অভিযান চলবে।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে ফের অভিযান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement