সাহ্নিক ঘোষ, কলকাতা: রাতে শহরে ফের মর্মান্তিক দুর্ঘটনা। টালিগঞ্জ ফাঁড়ির কাছে দুর্ঘটনায় মৃত ১ বাইক আরোহী। টালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে মহাবীরতলার দিকে যাচ্ছিলেন মেটিয়াবুরুজের বাসিন্দা মো: আরশাদ। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ইট বোঝাই লরি পিছন থেকে বাইকটিকে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে পড়ে লরির চাকার নীচে চলে যান বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীরা লরিটিকে আটকানোর চেষ্টা করলেও বেশ কিছুটা দূর পর্যন্ত আরশাদকে টানতে টানতে নিয়ে যায় লরিটি। ঘটনার পরেই লরির চালক পলাতক, খালাসিকে আটক করেছে চারু মার্কেট থানার পুলিশ। বাইক আরোহীকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- রাশিফল ২৩ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, ঘটনাটি ঘটে রাত ১০:৩০ মিনিট নাগাদ। বেহালাগামী মাল বোঝাই গাড়িগুলি এই সময়ে চলাচল করে টালিগঞ্জ সার্কুলার রোড ধরে। তেমনই একটি ইট বোঝাই ট্রাক টালিগঞ্জ ফাঁড়ির দিক থেকে মহাবীরতলার দিকে যাচ্ছিল। ট্রাকটির ডানদিক দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন আরশাদ। ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগার পর স্বভাবতই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। বাইক থেকে পড়ে গিয়ে ট্রাকের নীচে চলে যান আরশাদ। ঘটনাস্থল দিয়ে সেই সময়ে বাড়ি ফিরছিলেন সরশুনা থানার একজন সিভিক ভলান্টিয়ার। ঘটনার সময়ে তৎক্ষণাৎ বিষয়টি বুঝে ট্রাকটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু কোনওভাবেই সেই মুহূর্তে ট্রাকটিকে থামাতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বেশ কিছুটা রাস্তা আরশাদের দেহ ওইভাবেই টেনে এগিয়ে যায় ট্রাকটি। বাইক আরোহীর দেহ কার্যত ছিন্ন ভিন্ন হয়ে যায় কয়েক মুহূর্তে। তৎক্ষণাৎ সেই সিভিক ভলান্টিয়ার একটি অটো যোগাড় করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান সেই আরোহীকে। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় আরশাদকে। আরশাদের মোবাইল থেকে তখনই খবর দেওয়া হয় তার পরিবারকে। ঘটনাস্থলে আসে চারু মার্কেট থানার পুলিশ। আটক করে ঘাতক ট্রাকটির খালাশিকে। ট্রাকের চালক এখনও পর্যন্ত পলাতক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।