হোম » ছবি » জ্যোতিষকাহন » দীর্ঘ ১২ বছর পরে তৈরি হতে চলেছে গজলক্ষ্মী রাজযোগ! ভাগ্য খুলে যাবে এই তিন রাশির!

দীর্ঘ ১২ বছর পরে তৈরি হতে চলেছে গজলক্ষ্মী রাজযোগ! ভাগ্য খুলে যাবে এই তিন রাশির! হঠাৎ করেই হবে টাকার বর্ষণ

  • 14

    দীর্ঘ ১২ বছর পরে তৈরি হতে চলেছে গজলক্ষ্মী রাজযোগ! ভাগ্য খুলে যাবে এই তিন রাশির! হঠাৎ করেই হবে টাকার বর্ষণ

    আগামী এপ্রিল মাসেই রাশি পরিবর্তন করতে চলেছেন বৃহস্পতি। ১২ বছর পর মেষ রাশিতে গমন করবেন তিনি। তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহই সময়ে সময়ে নিজেদের রাশি পরিবর্তন করে থাকেন। এই রাশিচক্রের পরিবর্তন মানব জীবনের পাশাপাশি দেশ এবং গোটা বিশ্বকেই প্রভাবিত করে। চলতি বছরের এপ্রিল মাসের গোড়াতেই মেষ রাশিতে গমন করতে চলেছেন বৃহস্পতি। আর এই গোচরের প্রভাব পড়বে রাশিচক্রের সমস্ত রাশির জাতক-জাতিকার উপরেই। তবে রাশিচক্রের ৩টি রাশির উপর এই রাজযোগের কারণে ধনবর্ষা হতে চলেছে। দিল্লির বাসিন্দা জ্যোতিষী আচার্য পণ্ডিত অলোক পাণ্ড্য এই বিষয়ে আলোকপাত করেছেন।

    MORE
    GALLERIES

  • 24

    দীর্ঘ ১২ বছর পরে তৈরি হতে চলেছে গজলক্ষ্মী রাজযোগ! ভাগ্য খুলে যাবে এই তিন রাশির! হঠাৎ করেই হবে টাকার বর্ষণ

    মিথুন রাশি: এই গজলক্ষ্মী রাজযোগ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে। বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে আয়ের ঘরে গমন করতে চলেছেন। তাই এই সময়ে মিথুন রাশির জাতক-জাতিকাদের হাতে বিভিন্ন মাধ্যম থেকে টাকা আসবে। যাঁরা চাকরি করেন, তাঁদের আয় বাড়তে পারে। বিনিয়োগ করলে ভাল লাভ আসবে। পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনাও বাড়বে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের একটি বড় চুক্তি চূড়ান্ত করতে হতে পারে। যার সুফল ভবিষ্যতে পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

    MORE
    GALLERIES

  • 34

    দীর্ঘ ১২ বছর পরে তৈরি হতে চলেছে গজলক্ষ্মী রাজযোগ! ভাগ্য খুলে যাবে এই তিন রাশির! হঠাৎ করেই হবে টাকার বর্ষণ

    মকর রাশি: এপ্রিল মাসে মেষ রাশিতে বৃহস্পতির গমনের সুফল পাবেন মকর রাশির জাতক-জাতিকারা। গজলক্ষ্মী রাজযোগ তৈরি হওয়ার ফলে মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় আসবে। বৃহস্পতি মকর রাশির চতুর্থ ঘরে প্রবেশ করছেন। রাশিচক্রের চতুর্থ ঘরকে দৈহিক সুখ এবং মাতার ঘর বলে গণ্য করা হয়। তাই এই রাজযোগ তৈরি হলে মকর রাশির জাতক-জাতিকারা এই সময়ে সব ধরনের বস্তুবাদী আনন্দ পাবেন। এছাড়াও, এই রাশির জাতক-জাতিকারা কোনও নতুন সম্পত্তি কিংবা যানবাহন কিনতে পারেন। পৈতৃক সম্পত্তি লাভেরও যোগ রয়েছে। এই রাজযোগের দৃষ্টি এই রাশির দশম স্থানে পড়তে চলেছে। এমন পরিস্থিতিতে কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে।

    MORE
    GALLERIES

  • 44

    দীর্ঘ ১২ বছর পরে তৈরি হতে চলেছে গজলক্ষ্মী রাজযোগ! ভাগ্য খুলে যাবে এই তিন রাশির! হঠাৎ করেই হবে টাকার বর্ষণ

    মীন রাশি: মেষ রাশিতে বৃহস্পতির গমনে লাভবান হতে চলেছেন মীন রাশির জাতক-জাতিকারাও। এই রাজযোগ মীন রাশির জাতক-জাতিকাদের আর্থিক ভাবে শক্তিশালী করবে। বৃহস্পতি এই রাশির দ্বিতীয় ঘরে গমন করতে চলেছেন। আর সেই জন্য হঠাৎ করে আর্থিক সুবিধা পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিজীবীরা নিজেদের কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিক এবং সহকর্মীদের পাশে পাবেন, সেই সঙ্গে নিজের প্রভাব-প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্যও এটি শুভ সময়। ব্যবসায়ীদের হাতে আটকে থাকা টাকা আসবে। বর্তমানে মীন রাশিতে শনির সাড়ে সাতি দশা চলছে। তাই এই সময়টায় মীন রাশির জাতক-জাতিকাদের নিজের স্বাস্থ্য়ের খেয়াল রাখতে হবে।  (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES