Kiran Gosavi | Mumbai drugs-on-cruise: পুলিশের জালে কিরণ গোসাভি ! পুণে থেকে আটক এনসিবি-র অন্যতম সাক্ষী

Last Updated:

Kiran Gosavi, NCB witness in Aryan Khan case, detained by Pune Police:: মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক মামলায় এনসিবি-র অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে পুণে থেকে আটক করা হয়েছে ৷

Kiran Gosavi
Kiran Gosavi
মুম্বই: কিরণ গোসাভি ৷ শাহরুখ পুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ার পরেই যার সঙ্গে আরিয়ানের সেলফির ছবি ভাইরাল হয়েছিল, সেই ব্যক্তি অবশেষে ধরা পড়লেন (Kiran Gosavi-Aryan Khan Drug Case) ৷ কিরণ গোসাভি মুম্বই ক্রুজ মাদক মামলার অন্যতম সাক্ষী বলে জানা গিয়েছে (Kiran Gosavi detained in Pune) ৷
অবশেষে পুলিশের জালে মুম্বই ক্রুজ মাদক মামলার অন্যতম সাক্ষী কিরণ গোসাভি ৷ আরিয়ান খান-সহ 8 জনের গ্রেফতারিতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) সাক্ষী হয়েছিলেন কিরণ গোসাভি ৷ তাঁকে আটক করার বিষয়টি জানান পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা ৷
২০১৮ সালের একটি প্রতারণা মামলায় কিরণ গোসাভির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুণে পুলিশ। পুলিশের দাবি, তার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। দিন কয়েক আগে ‘নিখোঁজ’ গোসাভি জানিয়েছিলেন মহারাষ্ট্রে তিনি নাকি অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন। উত্তরপ্রদেশে আত্মসমর্পণের কথাও বলেছিলেন তিনি। যদিও পরে গোসাভির সেই দাবি উড়িয়ে দেয় লখনউ পুলিশ।
advertisement
advertisement
মুম্বইয়ের নিম্ন আদালতে একাধিকবার আরিয়ানের (Aryan Khan) জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তার পরে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান। আরিয়ানের পাশাপাশি এই মামলায় অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার শুনানিও স্থগিত রয়েছে।
advertisement
আরবাজের হয়ে আদালতে সওয়াল জবাব করছেন সিনিয়র কাউন্সিল অমিত দেসাই। তিনি দাবি করেছেন, অভিযুক্তদের এমন একটা অভিযোগে গ্রেফতার করা হয়েছে যা কোনওদিন ঘটেনি পর্যন্ত। প্রমোদতরী থেকে গ্রেফতার হওয়া আরও ২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে কেন আরিয়ান, আরবাজ ও মুনমুনকে বন্দি করে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিত দেসাই।
advertisement
মঙ্গলবার আদালতে আরিয়ানের (Aryan Khan) হয়ে সওয়াল জবাব করেছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। আরিয়ানের হয়ে তিনি বলেন, 'আরিয়ান মাদকের ক্রেতা নন। সেই ক্রুজে তাঁকে অতিথি হিসেবে ডাকা হয়েছিল। পার্টি শুরু হওয়ার আগেই তাঁদের আটক করা হয়। আরিয়ানের কাছ থেকে কোনও ড্রাগ পাওয়া যায়নি। তার পরেও আরিয়ানকে গ্রেফতার করা হয় এবং বয়ান নেওয়া হয়। আরবাজের জুতো থেকে ৬ গ্রাম মাদক পাওয়া গিয়েছে তার জন্য আরিয়ানকে দায়ী করা সঠিক নয়। পাশাপাশি এফআইআর শিটে মোবাইল বাজেয়াপ্ত করার কোনও উল্লেখই নেই অথচ আটক করার পরই মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে আরিয়ানের। এখনও পর্যন্ত আরিয়ানের কোনও মেডিক্যাল পরীক্ষাও হয়নি যেখানে প্রমাণ হয় আরিয়ান ড্রাগ নেন।'
advertisement
প্রসঙ্গত, গত ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরীতে তল্লাশি চালিয়ে আরিয়ান খান ও আরও কয়েকজনকে আটক করে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)। জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। গত ৮ অক্টোবর থেকে তিনি রয়েছেন মুম্বইয়ের আর্থার রোড জেলে।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Kiran Gosavi | Mumbai drugs-on-cruise: পুলিশের জালে কিরণ গোসাভি ! পুণে থেকে আটক এনসিবি-র অন্যতম সাক্ষী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement