Shoaib Akhtar: টিভি চ্যানেলের শো চলাকালীন হঠাৎই বেরিয়ে গেলেন শোয়েব, দিলেন ইস্তফাও ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Shoaib Akhtar dramatically resigned on-air: শো মাঝপথেই ছেড়ে বেরিয়ে গেলেন শোয়েব ৷ পাশাপাশি ওই চ্যানেলের বিশেষজ্ঞের পদ থেকেও ইস্তফা দিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’৷

Shoaib Akhtar resigns on-air  (Photo: Twitter)
Shoaib Akhtar resigns on-air (Photo: Twitter)
ইসলামাবাদ: চলতি টি২০ বিশ্বকাপে দু্র্দান্ত ছন্দে রয়েছে পাকিস্তান ৷ কিন্তু শুধু বাবর আজমরা নয়, অদ্ভূতভাবে সংবাদের শিরোনামে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও ! ওয়াকার ইউনিসের নমাজ বিতর্কের পর এবার পাকিস্তানের একটি চ্যানেলের শো চলাকালীন শোয়েব আখতারকে নিয়ে ঘটল বড়সড় বিতর্ক ৷ শো মাঝপথেই ছেড়ে বেরিয়ে গেলেন শোয়েব ৷ পাশাপাশি ওই চ্যানেলের বিশেষজ্ঞের পদ থেকেও ইস্তফা দিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ (Shoaib Akhtar dramatically resigned on-air) ৷
ঠিক কী ঘটেছিল ওই শো-তে ?  শোয়েবের (Shoaib Akhtar) দাবি, তাঁকে অপমান করেছেন অনুষ্ঠানের সঞ্চালক। রবিবার ভারতকে হারানোর পর মঙ্গলবার শারজায় নিউজিল্যান্ডকেও হারিয়েছে পাকিস্তান ৷ ওই দিন রাতেই পাকিস্তানের একটি স্পোর্টস চ্যানেলের অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে ৷ ওই শো-তে শোয়েব ছাড়াও উপস্থিত ছিলেন স্যর ভিভিয়ান রিচার্ডস, ডেভিড গাওয়ার, রশিদ লতিফ, উমর গুল এবং আকিব জাভেদ ৷ কিন্তু শো চলাকালীনই সঞ্চালক নওয়াম নিয়াজের সঙ্গে একটি মতবিরোধ হয় শোয়েবের ৷ সঞ্চালক শোয়েবকে উঠে যেতে বলেন ৷ এরপর আর কথা বাড়াননি শোয়েবও ৷ তিনি শো ছেড়ে তৎক্ষণাৎই বেরিয়ে যান ৷
advertisement
advertisement
advertisement
গোটা ঘটনা দেখে সবাই অবাক ৷ এই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ভাইরালও ৷ সবারই প্রশ্ন, কী এমন ঘটল যে শোয়েবকে শো ছেড়েই বেরিয়ে যেতে হল ! পরে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে শোয়েব জানান, তিনি নওমানের সঙ্গে মজা করেছিলেন। কিন্তু নওমান সেটা না বুঝে তাঁকে অনুষ্ঠান ছেড়ে যেতে বলেন। শোয়েবের কথায়, “ভিভ রিচার্ডস এবং ডেভিড গাওয়ার আমার সামনে বসে। লক্ষ লক্ষ মানুষ শো-টি দেখছে। আমি সঞ্চালককে বললাম যে মজা করে কথা বলেছি। উনিও যাতে ক্ষমা চেয়ে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যান সেই অনুরোধ করেছিলাম। কিন্তু উনি কিছুই করতে চাননি। তাই আমার কাছে উঠে যাওয়া ছাড়া আর কোনও বিকল্প ছিল না।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shoaib Akhtar: টিভি চ্যানেলের শো চলাকালীন হঠাৎই বেরিয়ে গেলেন শোয়েব, দিলেন ইস্তফাও ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement