Mysterious tiffin box recovered in Baguiati: সিঁড়িতে রহস্যময় টিফিন বক্স, ২৫ লাখ না পেলেই বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

Last Updated:

পরিবার নিয়েই হাতিয়ারার সর্দার পাড়ায় থাকেন বিনোদ কুমার গড় এবং সঞ্জয় কুমার গড় নামে পেশায় ব্যবসায়ী দুই ভাই (Mysterious tiffin box recovered in Baguiati)৷

এই টিফিন বক্সকে নিয়েই আতঙ্ক৷
এই টিফিন বক্সকে নিয়েই আতঙ্ক৷
#বাগুইআটি: বাড়ির সিঁড়িতেই নাকি রাখা আছে আইইডি বোমা৷ ২৫ লক্ষ টাকা দিলে মোবাইলের সাহায্যেই বিস্ফোরণ ঘটানো হবে৷ এমনই হুমকি পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ল এক ব্যবসায়ী পরিবার৷ ঘটনাটি ঘটেছে বাগুইআটির হাতিয়ারার সর্দার পাড়া এলাকায় (Mysterious tiffin box recovered in Baguiati)৷ খবর পেয়ে পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা এসে ওই ব্যবসায়ী পরিবারের বাড়ির সিঁড়ি থেকে একটি রহস্যজনক টিফিন কৌটো উদ্ধার করে নিয়ে যান৷ যাঁরা হুমকি দিয়েছিল, তাদের দাবি ওই টিফিন বক্সের মধ্যেই বোমা রাখা ছিল৷
পরিবার নিয়েই হাতিয়ারার সর্দার পাড়ায় থাকেন বিনোদ কুমার গড় এবং সঞ্জয় কুমার গড় নামে পেশায় ব্যবসায়ী দুই ভাই৷ মূলত ধাতব জিনিসের ব্যবসা করেন তাঁরা৷ এ দিন বিকেলেও দুই ভাইয়ের কেউই বাড়িতে ছিলেন না৷ বিকেল চারটে নাগাদ ওই পরিবারের পরিচারিকাই বাড়ির সিঁড়িতে একটি প্লাস্টিকের টিফিন বক্স পড়ে থাকতে দেখেন৷ সেলোটেপ দিয়ে আটকানো টিফিন বক্সের ভিতর থেকে তার বেরিয়ে ছিল৷ ঘাবড়ে গিয়ে পরিবারের বাকি সদস্যদের বিষয়টি জানান ওই পরিচারিকা৷ বাকিরা বেরিয়ে এসে দেখেন টিফিন বক্সের পাশেই একটি চিঠিও পড়ে রয়েছে৷
advertisement
advertisement
সেই চিঠি খুলে দেখা যায়, পঁচিশ লক্ষ টাকা চেয়ে ওই পরিবারকে হুমকি দেওয়া হয়েছে৷ চিঠিতে লেখা হয়েছে, পঁচিশ লক্ষ টাকা না দিলে মোবাইলের সাহায্যে প্লাস্টিকের টিফিন বক্সের মধ্যে থাকা বোমায় বিস্ফোরণ ঘটিয়ে ওই বাড়ি উড়িয়ে দেওয়া হবে৷ চিঠিতে লেখা হয়, পঁচিশ লক্ষ টাকা স্থানীয় শুলংগুড়ি অটো স্ট্যান্ডের কাছে একটি ফাঁকা জায়গায় সন্ধের মধ্যে রেখে আসতে হবে৷ টাকা রেখে ফেরার সময় পিছন দিকে ফিরে না তাকাতেও বলা হয় চিঠিতে৷ টাকা রেখে আসার আধ ঘণ্টা পর ওই টিফিন বক্সটি পুকুরে ফেলে দেওয়ার কথাও বলা হয় চিঠিতে৷
advertisement
এই হুমকি চিঠি পেয়ে আরও আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের মহিলা সদস্যরা৷ খবর পেয়ে বাড়ি ফিরে আসেন দুই ভাই বিনোদ এবং সন্তোষ গড়৷ এর পরই খবর দেওয়া হয় ইকো পার্ক থানায়৷ বাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকো পার্ক থানার পুলিশ৷ বিধাননগর থেকে এসে পৌঁছয় বম্ব স্কোয়াডও৷ সত্যিই ওই টিফিন বক্সের মধ্যে বোমা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Mysterious tiffin box recovered in Baguiati: সিঁড়িতে রহস্যময় টিফিন বক্স, ২৫ লাখ না পেলেই বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement