Bangla News: ছেলে ভিনরাজ্যে, বিদেশ থেকে ফিরেই বউমাকে নিয়ে যা করল শ্বশুর! লজ্জায় মুখ ঢাকল পড়শিরাও
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Bangla News: এ কী কান্ড ঘটালেন শ্বশুর। বৌমাকে নিয়ে পালিয়ে গেল শ্বশুর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে।
মুর্শিদাবাদঃ এ কী কাণ্ড! বউমাকে নিয়ে পালিয়ে গেল শ্বশুর! ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে। বৃহস্পতিবার এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্বশুর কর্মসূত্রে বিদেশে থাকত। গত চারদিন আগে বাড়ি ফেরেন।
এ দিকে পলাতক মহিলার স্বামী ও কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। জানা গিয়েছে, বছর দু’য়েক আগে থেকেই তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিদেশ থাকাকালীন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আগে থেকেই তাঁরা ছক কষেছিলেন, শ্বশুরমশাই বাড়ি ফিরে এলেই তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন। আর সেই মতো বাড়ি ফেরার চারদিনের মাথায় বউমাকে নিয়ে চম্পট দেয় শ্বশুর।
advertisement
আরও পড়ুনঃ মোবাইল-পোশাক-ব্যাগ-জুতোয় ৫০ শতাংশ ছাড়! Flipkart Big Billion Day সেল কবে শুরু? জানুন বিস্তারিত
জানা গিয়েছে, শ্বশুরের দুই মেয়ে। এ দিকে বউমার এক ছেলে। একমাত্র পুত্র সন্তানকেও নিয়ে যায় শ্বশুরের সঙ্গে। এ দিন শ্বশুর তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তানকে পথে বসিয়ে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই শাশুড়ির উপর মানসিক নির্যাতন চালাত শ্বশুর।
advertisement
advertisement
অন্যদিকে, শ্বশুর বউমাকে নিয়ে চলে যাওয়ার কারণে বর্তমানে এলাকার মানুষ ধিক্কার ও নিন্দা জানাচ্ছে। এলাকাবাসী-সহ উভয় পক্ষের পরিবার শ্বশুর বউমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে, যাতে ভবিষ্যতে দ্বিতীয় বার এ ধরনের জঘন্যতম ঘটনা না ঘটে। তাই ওই দুই মেয়ের ভবিষ্যতের সুরাহা চাইছে।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 12:42 PM IST