Crime News: বাড়ির বউয়ের এ কী হাল, সোনারপুরে সব শেষ গৃহবধূর! ভাই তুলল হাড়হিম করা অভিযোগ
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Crime News: পুলিশ সব জানলেও কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।
নরেন্দ্রপুর: শ্বশুরবাড়িতে অত্যাচার চলত এক গৃহবধূর উপর। এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের হয়েছিল। এবার সেই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল শ্বশুরবাড়ি থেকে। এই ঘটনায় স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর বাপের বাড়ির লোকজন। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধুর নাম শুক্লা শীল। তাঁর বাপের বাড়ি ২৪ পরগনা জেলার ঝড়খালি এলাকায়। বুধবার রামচন্দ্রপুরে শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। নরেন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতার ভাইয়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাঁর দিদির উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছিল স্বামী কৌশিক শীল। এ ব্যাপারে এর আগে নরেন্দ্রপুর থানায় একটি জেনারেল ডাইরিও করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে-থেঁতলে খুন, ব্যস্ত রাস্তায় চূড়ান্ত নৃশংসতা দেখে কেউ এগিয়ে এল না!
আরও পড়ুন: ‘ক্রাইম অফ প্যাশন’! দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে খুনে শারীরিক সম্পর্কের যোগ? গ্রেফতার ‘প্রেমিক’
view commentsসেই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যাওয়ায়, দিদিকে আত্মঘাতী হতে হল বলে দাবি তাঁর। ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতা শুক্লা শীলের ভাই। মারধরের ঘটনায় থানায় অভিযোগ হওয়ায় পরেও পুলিশ কেন কোনও পদক্ষেপ করেনি, সেই প্রশ্ন উঠছে। যদি পুলিশ পদক্ষেপ করত, তাহলে এই ঘটনা ঘটতো না বলে মত এলাকাবাসীর।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 1:05 PM IST