Delhi Crime: 'ক্রাইম অফ প্যাশন'! দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে খুনে শারীরিক সম্পর্কের যোগ? গ্রেফতার 'প্রেমিক'
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Delhi Crime: অভিযোগ, রবিবার ১৬ বছরের গার্লফ্রেন্ডকে সাহিল অন্তত ৪০ বার ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। পরে মৃত্যু নিশ্চিত করতে কংক্রিটের স্ল্যাব তুলে মেয়েটির মাথা থেঁতলে দেওয়া হয়।
নয়াদিল্লি: আইনের ভাষায় খুবই পরিচিত শব্দবন্ধ। ‘আ ক্রাইম অফ প্যাশন’। এমন অপরাধের পিছনে অত্যন্ত বেশি আবেগ, অনুভূতি এবং শারীরিক সম্পর্কের যোগ থাকে বলেই ধরে নেওয়া হয়। দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় এক নাবালিকাকে নৃশংস ভাবে খুনের তদন্তে নেমে অভিযুক্ত যুবক সাহিলকে গ্রেফতার করে এমনই মন্তব্য পুলিশের। খুনের আগের দিন দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল জানা গিয়েছে। এর পিছনে আর কারও যোগ রয়েছে কিনা তা জানতে চান তদন্তকারীরা।
অভিযোগ, রবিবার ১৬ বছরের গার্লফ্রেন্ডকে সাহিল অন্তত ৪০ বার ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। পরে মৃত্যু নিশ্চিত করতে কংক্রিটের স্ল্যাব তুলে মেয়েটির মাথা থেঁতলে দেওয়া হয়। ঘটনার একদিনের মধ্যেই সোমবার উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করা হয় ‘প্রেমিক’ সাহিলকে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ।
Disclaimer: নৃশংস ভিডিও, দুর্বল চিত্তের ব্যক্তি নিজ দায়িত্বে দেখুন
advertisement
advertisement
#Exclusive
दिल्ली में नाबालिग लड़की को चाकू गोदकर किया घायल, फिर पत्थर से कुचला. वारदात का CCTV आया सामने-#DelhiMurder #DelhiCrime #GirlMurder #AccusedSahil #ShahbadDairy #Rohini @journalistanand @AnkitaOmDubey pic.twitter.com/UVD6cRTJLn— News18 India (@News18India) May 29, 2023
advertisement
আরও পড়ুন: দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে-থেঁতলে খুন, ব্যস্ত রাস্তায় চূড়ান্ত নৃশংসতা দেখে কেউ এগিয়ে এল না!
পুলিশ জানিয়েছে, ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত ২০ বছরের সাহিল, পেশায় মেকানিক নাবালিকা প্রেমিকাকে কুপিয়ে ও থেঁতলে প্রথমে আধমরা করে। তার পর রাস্তার পাশে ফেলে চলে যায়। কয়েক মিনিট পর ফিরে এসে ফের তাকে কংক্রিটের স্ল্যাব তুলে থেঁতলে দেয়। অভিযুক্তের এমন মানসিকতায় হতবাক দুঁদে অফিসারেরাও। এই খুনের পর, গ্রেফতারির পর অনুশোচনার লেশমাত্র নেই সাহিলের চোখেমুখে।
advertisement
আরও পড়ুন: মাসের কিস্তির টাকা না মেটানোয় অবিশ্বাস্য কাণ্ড এজেন্সির, পুলিশি তদন্ত শুরু
অভিযুক্ত তার প্রেমিক বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে মেয়েটির বাড়ির বাইরেই ব্যস্ত রাস্তার উপর। গোটা ঘটনা রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার পরেই এদিন গ্রেফতার হয় ফ্রিজ-টিভি সারাইয়ের কর্মচারী সাহিল। ভিডিওটিতে দেখা গিয়েছে, নৃশংস ভাবে মেয়েটিকে পাথর মেরে খুন করছে যুবক। পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছেন অনেকেই। কিন্তু কেউ অভিযুক্তকে বাধা দেননি, প্রতিবাদও করেননি। উত্তর দিল্লির রোহিনীর এই ঘটনায় ফের একবার চূড়ান্ত অমানবিকতার প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন ভয়াবহ ভিডিও।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 6:16 PM IST