Delhi Crime: দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে-থেঁতলে খুন, ব্যস্ত রাস্তায় চূড়ান্ত নৃশংসতা দেখে কেউ এগিয়ে এল না!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Delhi Crime: দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় প্রায় ২০ বার ছুরি দিয়ে কোপ ও শেষে মৃত্যু নিশ্চিত করতে কংক্রিটের স্ল্যাব তুলে মেয়েটির মাথা থেঁতলে দেওয়া হয়।
নয়াদিল্লি: দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় এক নাবালিকাকে নৃশংস ভাবে খুন। অভিযুক্ত তার প্রেমিক বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে মেয়েটির বাড়ির বাইরেই ব্যস্ত রাস্তার উপর। গোটা ঘটনা রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, প্রায় ২০ বার ছুরি দিয়ে কোপ ও শেষে মৃত্যু নিশ্চিত করতে কংক্রিটের স্ল্যাব তুলে মেয়েটির মাথা থেঁতলে দেওয়া হয়।
ভিডিওটিতে দেখা গিয়েছে, নৃশংস ভাবে মেয়েটিকে পাথর মেরে খুন করছে যুবক। পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছেন অনেকেই। কিন্তু কেউ অভিযুক্তকে বাধা দেননি, প্রতিবাদও করেননি। উত্তর দিল্লির রোহিনীর এই ঘটনায় ফের একবার চূড়ান্ত অমানবিকতার প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন ভয়াবহ ভিডিও।
আরও পড়ুন: গুয়াহাটিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত্যু ৭ ইঞ্জিনিয়রিং পড়ুয়ার!
Disclaimer: নৃশংস ভিডিও, দুর্বল চিত্তের ব্যক্তি নিজ দায়িত্বে দেখুন
advertisement
advertisement
#Exclusive
दिल्ली में नाबालिग लड़की को चाकू गोदकर किया घायल, फिर पत्थर से कुचला. वारदात का CCTV आया सामने-#DelhiMurder #DelhiCrime #GirlMurder #AccusedSahil #ShahbadDairy #Rohini @journalistanand @AnkitaOmDubey pic.twitter.com/UVD6cRTJLn— News18 India (@News18India) May 29, 2023
advertisement
পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরেই ওই যুবক ও নাবালিকার ঝগড়া চলছিল। রবিবার সন্ধেয় যুবক ওই নাবালিকার বাড়িতে চড়াও হয়ে ধারালো ছুরি দিয়ে কোপায়। শরীরে ছুরি বিঁধে গেলে, সেটি হাত দিয়ে ঢিলে করে ফের বের করে কোপায় অভিযুক্ত। পরে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করে ‘প্রেমিকার’। বন্ধুর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার আগে মেয়েটিকে খুন করে যুবক।
advertisement
আরও পড়ুন: সকাল সকাল ফের ভূমিকম্প! তীব্র কম্পন অসমের গুয়াহাটিতে, প্রবল আতঙ্ক চারদিকে!
দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় দিল্লির রোহিনীর শাহবাদ ডেয়ারি এলাকার বাসিন্দা ১৬ বছর বয়সি মেয়েটির সঙ্গে তার বয়ফ্রেন্ড সাহিলের কোনও কারণে ঝগড়া হয়। এরপর আচমকাই বাড়ি থেকে বেরনোর গলির মুখে বান্ধবীর ওপরে হামলা চালায় ‘বয়ফ্রেন্ড’ সাহিল। প্রথমে একটি পাথর দিয়ে নাবালিকার উপরে হামলা চালায়। তার পরে একের পর এক ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নাবালিকা। ঘটনার পরে সেখানে পুলিশ গিয়ে দেখে রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। পাশ দিয়ে চলে যাচ্ছেন পথচারীরা। খুনের পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। দিল্লির ডেপুটি কমিশনার সুমন নালওয়া জানিয়েছেন, একটি দল গঠন করে খুনির তল্লাশি শুরু হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 2:48 PM IST