Earthquake in Guwahati: সকাল সকাল ফের ভূমিকম্প! তীব্র কম্পন অসমের গুয়াহাটিতে, প্রবল আতঙ্ক চারদিকে!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Earthquake in Guwahati: সকাল ৮টা ৫ নাগাদ ভূমিকম্প হয়েছে সেখানে। আপাতত যা জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি সে রাজ্যে।
গুয়াহাটি: সোমবার সকাল সকাল কেঁপে উঠল ভূতল! ফের দেশে ভূমিকম্প। সকাল ৮টা ৫ নাগাদ অনুভূত হল অসমের গুয়াহাটিতে। কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪। আতঙ্ক ছড়িয়েছে চারদিকে আপাতত যা জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি সে রাজ্যে।
Earthquake of Magnitude:4.4, Occurred on 29-05-2023, 08:03:35 IST, Lat: 26.68 & Long: 92.35, Depth: 15 Km ,Region: Sonitpur, Assam, India for more information Download the BhooKamp App https://t.co/GKjIWyxS2g pic.twitter.com/Jyn2nXck2X
— National Center for Seismology (@NCS_Earthquake) May 29, 2023
advertisement
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূকম্পন গবেষণা কেন্দ্রের তরফে জানা গিয়েছে, ভূকম্পের উৎসস্থল ছিল অসমের সোনিতপুরে। ট্যুইট করে সে খবর জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: হু হু করে বাড়বে তাপমাত্রা! ফের ৪০ ডিগ্রির দাবদাহের ধাক্কা দক্ষিণবঙ্গে, জুনে কেমন আবহাওয়া
গুয়াহাটির এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেল, অসমের উৎসস্থল হলেও কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী রাজ্যগুলি মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও। এখনও পর্যন্ত কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে সকলে। রবিবার পঞ্জাব ও হরিয়ানার একাধিক অংশ-সহ দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
advertisement
চলতি বছর মার্চের শুরুতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্পের কারণে দিল্লি-এনসিআর, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থান-সহ উত্তর ভারতের অনেক অংশে শক্তিশালী কম্পন হয়। এতে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর অবশ্য পাওয়া যায়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 8:53 AM IST