Earthquake in Guwahati: সকাল সকাল ফের ভূমিকম্প! তীব্র কম্পন অসমের গুয়াহাটিতে, প্রবল আতঙ্ক চারদিকে!

Last Updated:

Earthquake in Guwahati: সকাল ৮টা ৫ নাগাদ ভূমিকম্প হয়েছে সেখানে। আপাতত যা জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি সে রাজ্যে।

ভূমিকম্প
ভূমিকম্প
গুয়াহাটি: সোমবার সকাল সকাল কেঁপে উঠল ভূতল! ফের দেশে ভূমিকম্প। সকাল ৮টা ৫ নাগাদ অনুভূত হল অসমের গুয়াহাটিতে। কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪। আতঙ্ক ছড়িয়েছে চারদিকে আপাতত যা জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি সে রাজ্যে।
advertisement
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূকম্পন গবেষণা কেন্দ্রের তরফে জানা গিয়েছে, ভূকম্পের উৎসস্থল ছিল অসমের সোনিতপুরে। ট্যুইট করে সে খবর জানানো হয়েছে।
advertisement
গুয়াহাটির এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেল, অসমের উৎসস্থল হলেও কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী রাজ্যগুলি মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও। এখনও পর্যন্ত কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে সকলে। রবিবার পঞ্জাব ও হরিয়ানার একাধিক অংশ-সহ দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
advertisement
চলতি বছর মার্চের শুরুতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্পের কারণে দিল্লি-এনসিআর, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থান-সহ উত্তর ভারতের অনেক অংশে শক্তিশালী কম্পন হয়। এতে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর অবশ্য পাওয়া যায়নি।
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake in Guwahati: সকাল সকাল ফের ভূমিকম্প! তীব্র কম্পন অসমের গুয়াহাটিতে, প্রবল আতঙ্ক চারদিকে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement