Assam Road Accident: গুয়াহাটিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত্যু ৭ ইঞ্জিনিয়রিং পড়ুয়ার!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Assam Road Accident: অসম ইঞ্জিনিয়ারিং কলেজের দশ পড়ুয়া মিলে গাড়ি নিয়ে সোমবার কাকভোরে বেরিয়েছিলেন ছাত্রাবাস থেকে। তারপরেই ভয়াবহ দুর্ঘটনা।
গুয়াহাটি: সোমবার কাকভোরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল সাত ইঞ্জিনিয়রিং পড়ুয়ার। মৃত তরুণেরা প্রত্যেকেই অসম ইঞ্জিনিয়রিং কলেজের ছাত্র। একটি ইঞ্জিনিয়ারিং কলেজের দশ পড়ুয়া মিলে গাড়ি নিয়ে সোমবার কাকভোরে বেরিয়েছিলেন ছাত্রাবাস থেকে। ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।
দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির জেরে পথে নিয়ন্ত্রণ হারান চালক। গাড়ি নিয়ে ধাক্কা মারে পথ বিভাজিকায়। তার পর গাড়িটি সোজা গিয়ে মারে একটি পিকআপ ভ্যানে। দুর্ঘটনাটি ঘটেছে গুয়াহাটির জুলুকবাড়ি এলাকায়।
advertisement
Assam | At least seven dead and several others injured in a road accident that took place in the Jalukbari area of Guwahati on Sunday late night.
“As per preliminary investigation, we have found that the deceased are students. The incident took place at Jalukbari area,” says…
— ANI (@ANI) May 29, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: নতুন সংসদ ভবন উদ্বোধনের পর এবার ৯৬ বছর পুরনো সংসদ ভবনটির কী হবে?
সেখানেই ৭ জন পড়ুয়ার মৃত্যু হয়। আরও ৬ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। গাড়ির বাকি তিন পড়ুয়াকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের সকলেরই অবস্থা আশঙ্কাজনক। চালক-সহ পিকআপ ভ্যানের তিন সওয়ারিও আহত হয়েছেন। তাঁদেরও নিকটবর্তী হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 1:07 PM IST