Bangla News: মাসের কিস্তির টাকা না মেটানোয় অবিশ্বাস্য কাণ্ড এজেন্সির, পুলিশি তদন্ত শুরু

Last Updated:

Bangla News: কিস্তির টাকা না পেয়ে মারাত্মক কাণ্ড ঘটাল লোন এজেন্সি, নদিয়ায় শোরগোল।

মাসের কিস্তির টাকা না মেটানোয় অবিশ্বাস্য কাণ্ড
মাসের কিস্তির টাকা না মেটানোয় অবিশ্বাস্য কাণ্ড
ফুলিয়া: মাত্র একমাস কিস্তি বন্ধ! আর তাতেই, পরিবার প্রধান বাড়িতে না থাকায় স্ত্রী কন্যাদের ধাক্কা দিয়ে ফ্রিজ, ফ্যান উঠিয়ে নিয়ে গেল এজেন্সি। এমনই অভিযোগ পরিবারের। ঘটনাটি নদিয়া জেলার ফুলিয়া বয়রা এলাকায় ঘটেছে। যেন কোনও হিন্দি সিনেমা!
অভিযোগ, পরিবার প্রধান বাড়িতে না থাকা সত্ত্বেও মাত্র একমাস কিস্তির টাকা না পেয়ে লোন দেওয়া এজেন্সির তিনটি মোটরসাইকেলে ছয় জন ব্যক্তি এসে স্ত্রী এবং দুই কন্যাকে ধাক্কা দিয়ে ফেলে ঘর থেকে জোর করে নয় মাস আগে কেনা ফ্রিজ এবং টেবিল ফ্যান নিজেদেরই আনা টোটোতে উঠিয়ে নিয়ে যায়।
আরও পড়ুন: চোখের ধাঁধা, সবকটা একই শব্দ নয়, একটি শব্দ আলাদা! খুঁজে পেলেন?
এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপুর থানায় তারা অভিযোগ করতে গেলেও নেয়নি পুলিশ। যদিও ঘটনা জানতে পেরেই শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার তৎপরতার সঙ্গে জমা নেন অভিযোগপত্র। পেশায় অন্যের গাড়িচালক বিদ্যুৎ ঘোষ তিন মাস আগে ব্যবসায়িক কারণ দেখিয়ে কৃষ্ণনগর ভাতজাংলায় এক লোন পাইয়ে দেওয়া এজেন্সির অফিসে যোগাযোগ করেন। একটি বেসরকারি ব্যাঙ্কে ৩৫ হাজার টাকা ঋণ মঞ্জুর হলেও তারা হাতে পান ২৯ হাজার টাকা। বাকি ছয় হাজার টাকা তাদের পারিশ্রমিক বলেই জানান বিদ্যুৎবাবু। এবং যার কিস্তি হিসাবে ৪৩৩৯ টাকা করে নটি কিস্তিতে পরিশোধযোগ্য।
advertisement
advertisement
কিন্তু, তার অভিযোগ , দুমাস ঠিক সময় মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারলেও তৃতীয় মাসে তিনি রাজ্যের বাইরে গাড়ি চালাতে যাওয়ার কারণে, সঠিক সময়ে তাদেরকে দিতে পারেননি। আর এতেই বাড়ির স্ত্রী, কন্যাদের গায়ে হাত দিয়ে ঠেলে ফেলে নিজেদের আনা টোটো তে ন’মাস আগে কেনা ফ্রিজ এবং টেবিল ফ্যান নিয়ে গিয়েছে এজেন্সির তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি।
advertisement
আরও পড়ুন: আচমকা গলার স্বরের পরিবর্তন বড় রোগের লক্ষণ হতে পারে! জানুন
আইন হাতে তুলে নেওয়ার, এবং এই দুষ্কৃতী তাণ্ডব চালানোর জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করেন। স্ত্রী বিউটি ঘোষ বলেন, “মাত্র ১০ মিনিটের মধ্যেই এই ঘটনায় হকচকিয়ে যাই। দুই একজন প্রতিবেশী আসলেও এই তাণ্ডব দেখে তাঁরাও এগোতে সাহস পাননি। এমনকী আগতদের জোর হাত করে অনুরোধ করেছিলাম এ মাস এখনও শেষ হয়নি, দুটি কিস্তি একসঙ্গে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু সে বিষয়ে কান দেয়নি তারা। পরবর্তীতে কর্মসূত্রে জেলার বাইরে থাকা স্বামীকে ওই এজেন্সির লোকেরা ফোনে হুমকি দিয়েছে’।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Bangla News: মাসের কিস্তির টাকা না মেটানোয় অবিশ্বাস্য কাণ্ড এজেন্সির, পুলিশি তদন্ত শুরু
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement