Optical Illusion: চোখের ধাঁধা, সবকটা একই শব্দ নয়, একটি শব্দ আলাদা! খুঁজে পেলেন?
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Optical Illusion: হলুদ ব্যাকগ্রাউন্ডে খুদে খুদে হরফে কালো কালিতে লেখা আছে LET। আর তার মধ্যেই কোথাও একটা লুকিয়ে আছে অন্য আরেকটা ইংরেজি শব্দ।
কলকাতা: এই ভাবে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া এক রকমের গা-জোয়ারি বলে মনে হতেই পারে। কিন্তু ওই- যে খেলার যে নিয়ম! প্রশ্ন তুলতেই পারেন অনেকে- সামান্য একটা হেঁয়ালি বই তো আর কিছু নয়, সারা দিন ধরে একই শব্দের ভিড়ে লুকিয়ে থাকা মাত্র একটা আলাদা শব্দ খুঁজলে দোষ কী! মহাভারত তো আর অশুদ্ধ হবে না, ব্যাপারটা যখন অনেকটা খড়ের গাদায় সূচ খোঁজা!
মনোবিজ্ঞানীরা কিন্তু বলবেন মহাভারত না হলেও মনোবিদ্যা অন্তত অশুদ্ধ হবে। আসলে আজ যাকে আমরা অপটিক্যাল ইলিউশন বলে চিনি, সে কিন্তু নিছকই খেলা নয়। মনোবিজ্ঞানীরা এই ধরনের হেঁয়ালি তৈরি করেছিলেন কারও মনোজগতের বিশেষ কোনও দিক নির্ণয়ের জন্য়। সেই কারণেই এখানে সময়ের লক্ষ্যমাত্রার একটা বাধ্যবাধকতা আছে।
এখানে সেই মেয়াদ মাত্র ৫ সেকেন্ডের। হলুদ ব্যাকগ্রাউন্ডে খুদে খুদে হরফে কালো কালিতে লেখা আছে LET। আর তার মধ্যেই কোথাও একটা লুকিয়ে আছে অন্য আরেকটা ইংরেজি শব্দ। খুঁজতে গেলে চোখে বেশ জোর পড়বে, তাই না?
advertisement
advertisement
আরও পড়ুন: দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে-থেঁতলে খুন, ব্যস্ত রাস্তায় চূড়ান্ত নৃশংসতা দেখে কেউ এগিয়ে এল না!
চোখের থেকেও বেশি জোর পড়বে এখানে মনে। কার একাগ্রতা কতটা তুখোড়, কার পর্যবেক্ষণশক্তি কতটা দুর্দান্ত, সেটা খুঁজে বের করাই যে এই অপটিক্যাল ইলিউশনের আসল উদ্দেশ্য! খুঁজে পাওয়া গেল তাহলে LET-এর মধ্যে লুকিয়ে থাকা আরেকটা শব্দ?
advertisement
.একটু খেই ধরিয়ে দেওয়া যাক। LET-এর মধ্যে যে আরেকটা শব্দ লুকিয়ে আছে, তাকে ইংরেজিতে বলা হয় অড ওয়ার্ড। অর্থাৎ শব্দ সে বটেই, কিন্তু তার যে কোনও সুস্পষ্ট মানে থাকতেই হবে, এমন কোনও মানে নেই। এই অপটিক্যাল ইলিউশনের ক্ষেত্রেও সেটাই হয়েছে।
আরও পড়ুন: আচমকা গলার স্বরের পরিবর্তন বড় রোগের লক্ষণ হতে পারে! জানুন
view commentsযাঁরা এতক্ষণে LET দেখতে দেখতে বিরক্ত হয়ে LET IT GO বলে উঠবেন ভাবছেন, তাঁদের জন্য এবার হেঁয়ালির উত্তর দিয়ে দেওয়া যাক। বাঁ-দিক থেকে গুনে গুনে ওপর থেকে নিচে ঠিক ১২ নম্বর LET-এ এসে থামতে হবে। এবার এখান থেকে ডানদিকে ১২ নম্বর শব্দে গিয়ে থামতে হবে। পাওয়া গেল JET?
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 3:38 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: চোখের ধাঁধা, সবকটা একই শব্দ নয়, একটি শব্দ আলাদা! খুঁজে পেলেন?









