Crime News: চিৎকার শুনে গিয়েছিলেন প্রতিবেশীরা, ঘর থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Crime News: এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
দক্ষিণ দিনাজপুর: এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম খুশি মণ্ডল৷ বয়স ২৪ বছর। শ্বশুরবাড়ি বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর এলাকায়৷
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় গৃহবধূর বাড়ির মধ্যেই৷ ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। এই ঘটনায় গৃহবধূর স্বামী সুধীর চন্দ্র মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ৷ এই ঘটনার জেরে সোমবার বালুরঘাট থানায় মৃত ওই গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ সোমবার মৃত ওই গৃহবধূর স্বামীকে বালুরঘাট জেলা আদালতে তুলেছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ক্রাইম অফ প্যাশন’! দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে খুনে শারীরিক সম্পর্কের যোগ? গ্রেফতার ‘প্রেমিক’
এদিন দুপুরে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছ বালুরঘাট থানার পুলিশ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যদিও এনিয়ে মৃতার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ওই গৃহবধূ বাপের বাড়ির পক্ষ থেকে জানা যায়, বিয়ের পর থেকে তাঁর উপর মানসিক ভাবে অত্যাচার চালানো হত। এমনকী তাঁর স্বামী-সহ শ্বশুর-শাশুড়ি এ বিষয়ে পিছপা হননি।
advertisement
আরও পড়ুন: দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে-থেঁতলে খুন, ব্যস্ত রাস্তায় চূড়ান্ত নৃশংসতা দেখে কেউ এগিয়ে এল না!
এই ঘটনায় মোট সাত জনের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। এদের মধ্যে একজনকে গ্রেফতার করে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে। মেয়েকে মেরে ফেলা হয়েছে অভিযোগ তুলে অবিলম্বে অভিযুক্তদের কঠোর থেকে কঠোর শাস্তি দাবি জানানো হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 7:13 PM IST