advertisement

Crime News: বাইক চুরির চক্রফাঁস, যন্ত্রাংশ বদলেও হল না লাভ! জালে সূর্য-মিঠুন-অমূল্য

Last Updated:

Crime News: বাইক চুরির পিছনে রয়েছে আরও বড় ছক। কারা জড়িত, খোঁজ শুরু পুলিশের।

জালে ৩ চোর!
জালে ৩ চোর!
শিলিগুড়ি: বাইক চুরি চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। ওই চক্রের চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বাইক চুরি করে গ্যারেজে রেখে তারপর যন্ত্রাংশ বদলে সেই বাইক খদ্দেরকে বিক্রি করা হয়। এবারও তেমন ভেবেই ছক কষেছিল সূর্য সিং বলে এক অভিযুক্ত। কিন্তু সফল হয়নি।
বহুদিন ধরেই শিলিগুড়িতে বাইক চুরির ঘটনায় কিছুটা অস্বস্থিতে পড়েছিল পুলিশ। তবে এবার বাইক চুরির অভিযোগ জমা পড়তেই তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মিলল সাফল্যও। ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই উদ্ধার করা হল চুরি যাওয়া বাইক। একইসঙ্গে তিনজনকে গ্রেফতার করা হল বাইক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে। বুধবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে বাইক চুরির ঘটনা ঘটে। ঘটনায় অভিযোগ দায়ের হয় নিউ জলপাইগুড়ি থানায়। অভিযোগ পেতেই অভিযানে নামে পুলিশ। সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা সূর্য সিং, মিঠুন রায় এবং অমূল্য রায়। ধৃতদের মধ্যে সূর্য সিং বাড়োভিষা এলাকার বাসিন্দা। অন্যদিকে, মিঠুন রায় এবং অমূল্য রায় দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা।
advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে বাইক চুরির ঘটনায় সরাসরিভাবে জড়িত সূর্য সিং। থানা সূত্রে খবর, সূর্য সিং বাইক চুরি করে মিঠুন রায়ের গ্যারাজে নিয়ে যায়। সেখানে বাইকের যন্ত্রাংশ বদল করা হয়। এরপর সেটিকে অমূল্য রায়ের কাছে বিক্রি করা হয়। সেক্ষেত্রে পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে। বাইক চুরি চক্রের পেছনে বড় কোনও চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: বাইক চুরির চক্রফাঁস, যন্ত্রাংশ বদলেও হল না লাভ! জালে সূর্য-মিঠুন-অমূল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement