Crime News: জানালা দিয়ে উঁকি দিতেই হাড়হিম দৃশ্য, নিজের ভাইকে দাদা এমনও করতে পারে?

Last Updated:

Crime News: মিষ্টির দোকানে কাজে নিয়ে যাবে বলে নিজের বাড়িতে উত্তমকে ডেকে নেয় দাদা প্রবীণ। তারপরের ঘটনা জানলে শিউরে উঠবেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
শান্তিপুর: ঘরের ভিতর থেকে এক যুবকের গলার নলিকাটা অবস্থায় ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। পরিবারের দাবি, চক্রান্ত করে খুন করা হয়েছে। মৃত যুবকের নাম উত্তম প্রামাণিক বয়স আনুমানিক ২৬ থেকে ২৭ বছর। বাড়ি শান্তিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে। পরিবার সূত্রে জানা যায়, উত্তম প্রামাণিকের দাদা প্রবীণ প্রামাণিক পাশের ১৭ নম্বর ওয়ার্ডের জলেশ্বর তলা এলাকায় বসবাস করেন।
গতকাল রাতে মিষ্টির দোকানে কাজে নিয়ে যাবে বলে নিজের বাড়িতে উত্তমকে ডেকে নেয় দাদা প্রবীণ। সেই মতো উত্তম দাদার বাড়িতে চলে যায়। শুক্রবার সকালে উত্তম প্রামাণিকের স্ত্রী মুক্তি প্রামাণিক, তাঁর ভাসুরের বাড়িতে স্বামীকে ডাকতে গেলে দেখে বাইরে থেকে ঘরের দরজায় তালা মারা, এরপর আবার সে বাড়িতে চলে যায়।
. .
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ক্রাইম অফ প্যাশন’! দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে খুনে শারীরিক সম্পর্কের যোগ? গ্রেফতার ‘প্রেমিক’
পরবর্তীতে আবারও স্বামীকে ডাকতে গেলে ঘরের জানালা খোলা দেখতে পেয়ে উকি মেরে দেখে উত্তম রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। চেঁচামেচি করতেই ছুটে আসে স্থানীয়রা, এরপর খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে দেখে উত্তমের গলার নলিকাটা, এছাড়াও পেটের বেশ কিছুটা অংশ ক্ষতবিক্ষত অবস্থা।
advertisement
আরও পড়ুন: দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে-থেঁতলে খুন, ব্যস্ত রাস্তায় চূড়ান্ত নৃশংসতা দেখে কেউ এগিয়ে এল না!
উত্তম প্রামাণিকের শ্বশুরবাড়ির দাবি, বেশ কয়েক বছর ধরেই পারিবারিক অশান্তিতে দ্বন্দ্ব ছিল দুই ভাইয়ের মধ্যে। কিন্তু এই ঘটনা যে ঘটবে তা কখনও ভাবেননি তাঁরা। অন্যদিকে, স্ত্রী মুক্তি প্রামাণিকের অভিযোগ, তাঁর ভাসুর স্বামীকে ডেকে নিয়ে গিয়ে চক্রান্ত করে নৃশংস ভাবে খুন করেছে। যদিও সকাল থেকেই বাড়ি থেকে পলাতক উত্তম প্রামাণিকের দাদা প্রবীণ প্রামাণিক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। অন্যদিকে, এই খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: জানালা দিয়ে উঁকি দিতেই হাড়হিম দৃশ্য, নিজের ভাইকে দাদা এমনও করতে পারে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement