Crime News: স্কুলের পিছনে ওটা কী? সামনে যেতেই হাড়হিম দৃশ্য! রক্তাক্ত রহস্য
- Published by:Raima Chakraborty
Last Updated:
Crime News: স্কুলের পিছনে গাছের পাতা দিয়ে ঢেকে রাখা রক্তাক্ত দেহ। কী ভাবে দেহ এল সেখানে? বিরাট চাঞ্চল্য
ইসলামপুর: সাতসকালে স্কুল ক্যাম্পাসের পিছনে লতা-পাতা দিয়ে ঢাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। খুন না কি আত্মহত্যা? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার সকালে ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের স্টেশন প্রাথমিক বিদ্যালয়ের ঘটে। মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবন্ধী ওই ব্যক্তি এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। স্কুলের পিছনে মৃতদেহ পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় বয়স্ক ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
advertisement
advertisement
স্থানীয়দের অনুমান, কেউ বা কারা হয়তো ওই ব্যক্তিকে মেরে স্কুলের পিছনে দেহ ফেলে পাতা দিয়ে ঢেকে রেখে পালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে অনুমান পুলিশের।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 2:17 PM IST