Crime News: চা খাবে? হ্যাঁ বলেছিলেন স্বামী, কিন্তু কাপে বিষ মিশিয়ে দেয় স্ত্রী! ভিডিও দেখলে শিউরে উঠবেন
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Crime News: নিহত শহিদ খানের মোবাইল থেকে একটি ভিডিও সামনে এলে বিষয়টি উল্টে যায় পুরোপুরি।
রেওয়া: বিবাহ-বহির্ভূত প্রেমের জেরে খুন। চাঞ্চল্যকর ঘটনায় চমকে যাচ্ছে মধ্যপ্রদেশের রেওয়া পুলিশ। জানা গিয়েছে, এক বিবাহিত মহিলা তার প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে হত্যার ষড়যন্ত্র করে এবং সুযোগ পাওয়া মাত্রই চায়ে বিষ খাইয়ে তাঁকে হত্যা করে। স্বামী মারা গেলে মামলাটিকে স্বামীর আত্মহত্যা বলে দাবি করে স্ত্রী। কিন্তু সমস্ত ঘটনা সামনে আসে একটি ভিডিও উদ্ধারের পর।
কিন্তু ঘটনার তদন্তে নিহত শহিদ খানের মোবাইল থেকে একটি ভিডিও সামনে এলে বিষয়টি উল্টে যায় পুরোপুরি। মৃত্যুর আগে শহিদ তার স্ত্রী, তার প্রেমিক এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একটি ভিডিও করেছিলেন। এই ভিডিওর পর সিভিল লাইন পুলিশ অভিযুক্ত স্ত্রীকে তার প্রেমিক ও নিহতের শাশুড়িকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: সাইকেল চুরির কিনারা করতে গিয়ে এগুলি কী উদ্ধার হল? নবদ্বীপে তোলপাড়
ঘটনার বিষয়ে, অতিরিক্ত এসপি অনিল সোনকার বলেছেন যে, এমন তথ্য পাওয়া গিয়েছে যে একজন স্ত্রী তার প্রেমিক এবং বাবা-মায়ের সঙ্গে তার স্বামীকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। বর্তমানে মামলার তিন আসামিকে গ্রেফতার করা গিয়েছে। এই হত্যা মামলার রহস্য উদঘাটনে পুলিশের সময় লেগেছে। এর আগে পুলিশও এটাকে আত্মহত্যা বলে মনে করছিল। তবে নিহতের বাবা প্রথম থেকেই হত্যার আশঙ্কা প্রকাশ করে আসছিলেন। ময়নাতদন্তের রিপোর্টে হত্যার বিষয়টি সামনে এলে পুলিশ তদন্ত শুরু করে।
advertisement
advertisement
আরও পড়ুন: কবর খুঁড়ে মৃতদেহের পোশাক ছিঁড়ে অঙ্গ চুরি! চাঞ্চল্যকর কাণ্ড নকশালবাড়িতে
শহিদের পরিবারের অভিযোগ, প্রেমিক ও বাবা-মায়ের যোগসাজশে ছেলেকে খুন করেছে স্ত্রী। এমতাবস্থায় পুলিশ সন্দেহভাজন সকলকে কঠোর ভাবে জিজ্ঞাসাবাদ করে। এরপরই পুলিশ সফল হয় এবং অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে নেয়। বর্তমানে স্ত্রী, প্রেমিক ও শাশুড়িকে আটক করে আদালতে তোলা হয়েছে, অভিযুক্ত শ্বশুর এখনও পলাতক। স্ত্রীর প্রেমের সম্পর্কে জানার পর পুলিশ বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের পরে হত্যার রহস্য উদঘাটন হয়। অভিযুক্ত প্রেমিক শাকিল খান ওরফে বান্টু (৩৫), শালেহা পারভীন, স্ত্রী মোনা পারভিনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
আশুতোষ তিওয়ারি
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 7:20 PM IST