Crime News: প্রচণ্ড রাগে গলায় ধারালো অস্ত্রের কোপ, রক্তে ভেসে গেল দাদা-ভাইয়ের সম্পর্ক! শিলিগুড়িতে চাঞ্চল্য

Last Updated:

পারিবারিক বিবাদের জেরে কুড়ুল দিয়ে কুপিয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে।

খড়িবাড়ি: পারিবারিক বিবাদের জেরে কুড়ুল দিয়ে কুপিয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দেওয়ানভিটার ঘটনা। মৃতের নাম কৃষ্ণকান্ত মণ্ডল। বয়স  ২৩ বছর। অভিযুক্ত ছোট ভাই রমাকান্ত মণ্ডলকে গ্রেফতার করেছে খড়িবাড়ি খানার পুলিশ। তার বয়স ১৯ বছর। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
গতকাল রাত দশটা নাগাদ দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। মৃতের বাবা খগেন মণ্ডল জানান, কৃষ্ণকান্ত কয়েকদিন ধরেই বাড়িতে ঝামেলা করছিলেন। সোমবারও ঘরের আসবাব ভাঙচুরের পাশাপাশি সকলকে মারধর শুরু করেন।
advertisement
রমাকান্তের কাছে টাকা দাবি করেন কৃষ্ণকান্ত। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, তারপর হাতাহাতি। পরে হাতের কাছে একটি ধারালো কুড়ুল নিয়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তখন রমাকান্ত কুড়ুল দিয়ে কৃষ্ণকান্তের গলায় দু’বার কোপ মারে বলে খগেন জানান।
advertisement
খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেন। গ্রেফতার করা হয় রমাকান্তকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খড়িবাড়ি থানার ওসি সুদীপ বিশ্বাস জানান, অভিযুক্ত ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: প্রচণ্ড রাগে গলায় ধারালো অস্ত্রের কোপ, রক্তে ভেসে গেল দাদা-ভাইয়ের সম্পর্ক! শিলিগুড়িতে চাঞ্চল্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement