Crime News: ছ'দিন ধরে নিখোঁজ থাকার পর বাবলা নদীতে ধর্ষিতা নবম শ্রেণীর ছাত্রীর দেহ

Last Updated:

Crime News: গ্রামবাসী সুদেষ্ণা সরকার বলেন ‘‘আমাদের মেয়েরাও বাইরে স্কুলে এবং বাইরে টিউশন পড়তে যায়। এই ঘটনা ঘটার পর থেকে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি । মেয়েরাও ভীষণ ভয় পেয়ে আছে। পুলিশ এমন শাস্তি দিক যেন এই ধরণের কাজ না করতে সাহস পায় ।’’

ছাত্রীর মৃত্যু
ছাত্রীর মৃত্যু
মুর্শিদাবাদ:  ছ'দিন ধরে নিখোঁজ থাকার পর বাবলা নদীতে পাওয়া যায় নবম শ্রেণির ছাত্রীর দেহ । মৃত ছাত্রীর নাম রিম্পি সেন (১৫) । অভিযোগ গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার পর তারপর থেকে তার আর খোঁজ মিলছিল না । তারপর গৃহশিক্ষককে জেরা করার পরে ভরতপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পাঁচদিনের পুলিশ হেফাজতে নিয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আমলাই পঞ্চায়েতের গোপালপুর গ্রামে গ্রামবাসীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখায় পুলিশকে ।
জানা যায় গত ১৭ ই ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত ওই গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি নবম শ্রেণীর ওই ছাত্রী । তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই নাবালিকার। ছয়দিন পর গত ২৩ শে ফেব্রুযারি শক্তিপুর থানার বাবলা নদীতে ওই স্কুল ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার হয় । মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ ওই গৃহশিক্ষক এবং তার বন্ধুরা মিলে ধর্ষণ করে খুন করেছে নাবালিকাকে। পরে প্রমাণ লোপাটের জন্য দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয় ।
advertisement
advertisement
ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে পরিবার সহ গ্রামবাসীরা । দোষীদের শাস্তির দাবিতে রবিবার ভরতপুর থানার গোপালপুর গ্রামে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জেরে এদিন দিনভর উত্তপ্ত থাকে ভরতপুর থানার আমলাই গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রাম । গ্রামবাসী রতন সরকার বলেন, ‘‘আমরা প্রত্যন্ত গ্রামে থাকি । আমাদের বাড়ির মেয়েদের পড়াশোনার জন্য অনেক সময় গ্রামের বাইরে যেতে হয় । এই ঘটনার পর থেকে আমরা খুব আতঙ্কে আছি । দোষীদের কঠিনতম শাস্তির ব্যবস্থা দাবি জানাচ্ছি আমরা৷ ’’
advertisement
গ্রামবাসী সুদেষ্ণা সরকার বলেন ‘‘আমাদের মেয়েরাও বাইরে স্কুলে এবং বাইরে টিউশন পড়তে যায়। এই ঘটনা ঘটার পর থেকে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি । মেয়েরাও ভীষণ ভয় পেয়ে আছে। পুলিশ এমন শাস্তি দিক যেন এই ধরণের কাজ না করতে সাহস পায় ।’’ জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং বলেন অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি । পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত তাদের খুঁজে বের করা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে ।
advertisement
Pranab Kumar Banerjee
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: ছ'দিন ধরে নিখোঁজ থাকার পর বাবলা নদীতে ধর্ষিতা নবম শ্রেণীর ছাত্রীর দেহ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement