Coronavirus: চিনের ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে এবার আমেরিকার ‘এই’ সংস্থার রিপোর্টেও দাবি

Last Updated:

Coronavirus Origin: এফবিআই ২০২১এ নিজেদের রিপোর্টে এই সিদ্ধান্তে পৌঁছেছে করোনা ভাইরাস ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে৷

চিনা ল্যাবরেটরি থেকেই কোভিড ১৯ সারা বিশ্বে ছড়িয়েছিল- দাবি মার্কিন রিপোর্টে - Photo- AFP
চিনা ল্যাবরেটরি থেকেই কোভিড ১৯ সারা বিশ্বে ছড়িয়েছিল- দাবি মার্কিন রিপোর্টে - Photo- AFP
ওয়াশিংটন:  সারা পৃথিবীতে ধ্বংস লীলা চালানো করোনা ভাইরাসের উৎপত্তি ঠিক কোথায়? গত তিন বছর ধরে এই তথ্যের অনুসন্ধান নিয়ে একাধিক রিসার্চ চলছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভাগ নিজের এক রিপোর্টে দাবি করেছে কোভিড ১৯ মহামারি কোনও একটি ল্যাবরেটরি থেকেই ছড়িয়েছে, এটাই সবচেয়ে বড় সম্ভাবনা৷ আমেরিকার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে নিজেদের প্রকাশিত রিপোর্টে এই চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করেছে৷ এই গোপন রিপোর্ট হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ সদস্যদের দেওয়া হয়েছে৷
রিপোর্ট অনুযায়ী , বিদ্যুৎ বিভাগ করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে কোনও মন্তব্য করেনি, কিন্তু ন্যাশানাল ইন্টিলিজেন্সের নির্দেশক এবকিল হ্যান্সের অফিস থেকে ২০২১ -র একটি দলিলে এই তথ্য জানানো হয়েছে৷
advertisement
advertisement
এফবিআই - কোভিড ভাইরাস লিক হওয়ার আশঙ্কা জারি করেছে
এই নতুন রিপোর্ট অনুযায়ি এই মহামারির উৎপত্তির গোপন কারণ আলাদা আলাদা এলাকা থেকে নির্ণয় করে জানিয়েছে কীভাবে তারা সিদ্ধান্তে পৌঁছেছে৷ বিদ্যুৎ বিভাগ এই এই মামলায় এফবিআই রায়ের সঙ্গে সহমত হয়েছে৷ তাদের দাবি চিনা ল্যাবরেটরি থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল৷
advertisement
এখানে উল্লেখ্য এফবিআই ছাড়াও আরও চারটি এজেন্সি -র মত এই ভাইরাসের উৎপত্তি প্রাকৃতিকভাবে হয়েছে, তবে দুটি এজেন্সির এই নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি৷ রিপোর্ট অনুযায়ী বিদ্যুৎ বিভাগের এই সিদ্ধান্ত একেবারে গোপন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে৷ রিপোর্টে এই দাবি করা হয়েছে যে তাদের কাছে প্রচুর বৈজ্ঞানিক বিশেষজ্ঞ রয়েছে৷ তারা মার্কিন ল্যাবরেটরি নেটওয়ার্কের দেখাশুনো করে৷ যেখানে উন্নত জৈবিক বস্তু খোঁজা হয়৷
advertisement
রিপোর্ট অনুযায়ী এই গোপনীয় রিপোর্ট যাঁরা পড়েছেন তাঁদের মত অনুযায়ী বিদ্যুৎ বিভাগের এই রিপোর্টে আত্মবিশ্বাসের অভাব রয়েছে৷ তবুও তারা নিজেদের মত দিয়েছে৷ এদিকে এফবিআই ২০২১এ নিজেদের রিপোর্টে এই সিদ্ধান্তে পৌঁছেছে করোনা ভাইরাস ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে৷ এজেন্সি নিজেদের সিদ্ধান্তের খুব জোরালো প্রমাণ দেয়নি তাদের রিপোর্টে৷ কিন্তু তারা নিজেদের ফলাফলে বিশ্বাসী এটাই তারা দাবি করেছে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Coronavirus: চিনের ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে এবার আমেরিকার ‘এই’ সংস্থার রিপোর্টেও দাবি
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement