শৌচাগারে ঢুকে মহিলাদের ভিডিও রেকর্ড ছাত্রের, পরের কাণ্ড মারাত্মক
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
ওই ছাত্রের নাম কিংবা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বেঙ্গালুরুর এক প্রাইভেট ইউনির্ভাসিটির ছাত্র সে।
#বেঙ্গালুরু: মহিলাদের শৌচাগারের ভিডিও করার অভিযোগে বেঙ্গালুরুর এক ছাত্রের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ। ওই ছাত্রের নাম কিংবা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বেঙ্গালুরুর এক প্রাইভেট ইউনির্ভাসিটির ছাত্র সে। অভিযোগ, মহিলাদের শৌচাগারে উঁকি মারত ওই যুবক। কয়েকজন ছাত্রী তাকে হাতেনাতে ধরে নেয়। তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান তাঁরা।
তখনকার মতো ওই ছাত্রকে সতর্ক করে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ, এর পরেও শুধরে যায়নি ওই ছাত্র। দুই দিন পরে ফের একই কাণ্ড ঘটায় সে। এবার শুধু উঁকি মেরেই থেমে থাকেনি, উল্টে শৌচাগারের ভিতরে ভিডিও করে সে। কয়েকজন ছাত্রী বিষয়টি ফের দেখে নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাঁরা জানালে এবার পুলিশকেও বিষয়টি জানানো হয়। খবর পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ছাত্রের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
advertisement
advertisement
ছাত্রীদের অভিযোগ, আগেও ওই যুবককে সাবধান করা হয়েছিল। এমনকী কলেজ থেকে ওই যুবককে সতর্কবার্তা দেওয়া হয়। সেই সময়ে যদি ওই যুবকের বিরুদ্ধে ববস্থা নেওয়া হত, তাহলে ঘটনা এতোদূর গড়াতই না। প্রথমে সতর্কবার্তা পাওয়ার পরে ফের একই কাণ্ড ঘটায় ওই যুবক। এর পরেই পুলিশকে খবর দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন, ফিলিপস মোড়ের কাছে রেলের পরিত্যক্ত কোয়ার্টারে তরুণীর রক্তাক্ত দেহ, চাঞ্চল্য এন্টালি থানা এলাকায়
ওই ছাত্রের বয়স ২১ বছর। কেন ওই যুবক বারবার এই কাণ্ড ঘটালো, তা খতিয়ে দেখছে পুলিশ। আগে কখনও এমন কাজ করেছে কিনা, তাও জানার চেষ্টা চলছে। যুবকের বন্ধুদেরও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। তবে ঘটনার পর থেকে স্বাভাবিক ভাবেই আতঙ্কে রয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
Location :
First Published :
November 22, 2022 4:12 PM IST