Bangla News: OTT প্ল্যাটফর্ম থেকে ১৪৯ টাকা ফেরত চেয়েছিলেন! লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bangla News: ১৪৯ টাকা ফেরত পেতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যবসায়ী। OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বন্ধ করতে গিয়ে প্রতারণা শিকার কাটোয়ার এক ব্যবসায়ী।
বর্ধমানঃ ১৪৯ টাকা ফেরত পেতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যবসায়ী। OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বন্ধ করতে গিয়ে প্রতারণা শিকার কাটোয়ার এক ব্যবসায়ী। প্রতারিত ব্যবসায়ীর নাম প্রসেনজিৎ দত্ত, বাড়ি কাটোয়ার মাধবিতলায়।
ব্যবসায়ীর অভিযোগ, কয়েক মাস আগে তিনি একটি নামী OTT প্ল্যাটফর্মে ১৪৯ টাকার সাবস্ক্রিপশন করেন, তারপর থেকে প্রতিমাসে অটোমেটিক তাঁর অ্যাকাউন্ট থেকে ওই OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের জন্য ১৪৯ টাকা কেটে নেওয়া হত। মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ তাঁর ফোন থেকে পুনরায় ১৪৯ টাকা কেটে নেওয়া হয়।
আরও পড়ুনঃ জিমে না গিয়েও চাবুক চেহারা! পুজোর আগে ‘এই’ ছোট্ট উপায়ে হুড়মুড়িয়ে কমান ভুঁড়ি
ব্যবসায়ীর দাবি, তিনি সাবস্ক্রিপশন রিনিউ বন্ধ করার জন্য গুগল থেকে OTT প্ল্যাটফর্মের হেল্পডেক্স নম্বর সার্চ করেন। সেখানে নম্বর পেয়ে ফোন করেন। সেই সময় হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠিয়ে তাঁকে ক্লিক করতে বলা হয়। তিনি ক্লিক করতেই সব শেষ…!
advertisement
advertisement
ব্যবসায়ীর অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই দফায় দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে চার দফায় মোট ২,৫৪,০৬৪ টাকা কেটে নেওয়া হয়। ইতিমধ্যেই তিনি কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার বর্ধমানে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 10:04 AM IST