হুগলি: বছরখানেক আগে অগ্নিদগ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু হয় এক যুবতীর। মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি হাতানোর চেষ্টায় পুলিশের হাতে গ্রেফতার তার প্রেমিক। ধৃত ওই যুবকের নাম অজিত দাস। আত্মহত্যার প্ররোচনা ও সম্পত্তি লোপাট করার চেষ্টায় শ্রীরামপুর মহাকুমা আদালত অভিযুক্ত যুবককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
২০২২ সালের মার্চ মাসের ২৭ তারিখ অগ্নিদগ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু হয়, হিন্দমোটর বিবি স্টিটের বাসিন্দা দীপান্বিতা চন্দ্রের। এই অস্বাভাবিক মৃত্যুর মামলায় শ্রীরামপুর আদালতের নির্দেশে মৃত দীপান্বিতার প্রেমিক অজিত দাসকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। ধৃত অজিত দাসকে এদিন হুগলির কোন্নগর থেকে আটক করে উত্তরপাড়া থানার পুলিশ।
আরও পড়ুন: নেতা-মন্ত্রী নন, সামান্য এক শিক্ষক যা করেছেন নিয়োগ দুর্নীতিতে! অবাক হয়ে যাচ্ছে আদালতও
হিন্দমোটর নন্দনকানন এলাকার বাসিন্দা অজিত দাস তিনি একজন বিবাহিত যুবক। দীপান্বিতা চন্দ্রের কাকা শুভাশিস চন্দ্রের অভিযোগ, দীপান্বিতা চন্দ্রের বাবা মা বহুদিন আগে মারা গেছে। তাই অবিবাহিত ভাইঝি একাই বাড়িতে থাকতেন। সেই সুযোগে ধৃত অজিত দাস নিজের বিবাহিত জীবনের কথা লুকিয়ে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তার ভাইঝির সঙ্গে সম্পর্ক তৈরি করে। এবং তাকে নেশাগ্রস্থ করে তোলে। দীপান্বিতা চন্দ্র এর অগ্নিগ্ধ হওয়ার ঘটনা ধামাচাপা দিতে দীর্ঘ এক মাস যে সময় দীপান্বিতা হাসপাতালে ভর্তি ছিল সেই সময় তার বাড়ি থেকে সমস্ত বাড়ির দলিল পত্রসহ সমস্ত নথি লোপাট করে দেয়। দীপান্বিতার মৃত্যুর পরবর্তী সময়ে তার কাকাও পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে অজিত।অবশেষে দীপান্বিতার কাকা ও তার পরিবার শ্রীরামপুর আদালতের দ্বারস্থ হয়। আদালতের নির্দেশেএদিন ধৃত দীপান্বিতার প্রেমিক অজিত দাসকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।
আরও পড়ুন: আর রক্ষে নেই অনুব্রতর, গরু-কয়লা কাণ্ডের পর আরও বড় দুর্নীতিতে যোগ? বিস্ফোরক তথ্য
যদিও অজিত দাসের স্ত্রী দেবযানী স্বীকার করে নেয় তার স্বামী গোপনে ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। সেই সময় বহুদিন রাতের পর রাত অজিত বাড়িতে ফেরেনি।
-------রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Couple, Hooghly news, West Bengal news