Scam: নেতা-মন্ত্রী নন, সামান্য এক শিক্ষক যা করেছেন নিয়োগ দুর্নীতিতে! অবাক হয়ে যাচ্ছে আদালতও

Last Updated:

Scam: কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা। অভিযোগ বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক দীপক জানার বিরুদ্ধে।

সিবিআই তদন্তের দাবি
সিবিআই তদন্তের দাবি
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এবার পূর্ব মেদিনীপুরের এক স্কুল শিক্ষকের নামে অভিযোগ। কলকাতা হাইকোর্টে এমনই অভিযোগ কয়েকজন চাকরিপ্রার্থীর। ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে। তদন্তকারী সংস্থার বদল চেয়ে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা।
কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা। অভিযোগ বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক দীপক জানার বিরুদ্ধে। শুধুমাত্র গ্রুপ ডি, গ্রুপ সি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক , নবম - দশম নয়, যে কোনো সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে বলে মামলায় অভিযোগ।
advertisement
advertisement
পুলিশের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা হয়নি বলে অভিযোগ। মামলা দায়েরের অনুমতি দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা এই মামলার।
এদিকে, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ১৪ বিরোধী রাজনৈতিক দল। ১৪ দলের মধ্যে রয়েছে তৃণমূল, কংগ্রেস, ভারতীয় রাষ্ট্র সমিতি, ডিএমকে-র মত বিরোধী দলগুলি। বিরোধীদের মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। ৫ এপ্রিল এই মামলার শুনানি।
advertisement
বিরোধীদের অভিযোগ সিবিআই, ইডি-র মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলিকে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে এবং বিজেপিতে যোগ দিলেই সেই সব নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। যদিও সাফাই দিয়ে বিজেপির দাবি তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করে না সরকার এবং দল। তারা আইনি পথেই কাজ করে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam: নেতা-মন্ত্রী নন, সামান্য এক শিক্ষক যা করেছেন নিয়োগ দুর্নীতিতে! অবাক হয়ে যাচ্ছে আদালতও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement