Sujan Chakraborty: 'সবচেয়ে বড় সুবিধাভোগীকে কবে জেরা?' স্ত্রী-র চাকরি নিয়ে প্রশ্ন উঠতেই আসরে সুজন চক্রবর্তী

Last Updated:

Sujan Chakraborty: সুজন চক্রবর্তী পাল্টা ট্যুইট করে বলেন, ''পার্থবাবু জেলে থেকে যাদের নামে অভিযোগ করেছেন তাদের হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা উচিত, কুণাল ঘোষ বলছেন।''

কুণালকে নিশানা সুজনের
কুণালকে নিশানা সুজনের
কলকাতা: 'নিয়োগ দুর্নীতির ফাঁস'! সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী চাকরি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। স্রেফ বিবৃতি দাবি নয়, তদন্তেরও আর্জি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। পাল্টা সুজন চক্রবর্তীর চ্যালেঞ্জ, 'খুঁজে বার করুক না।' তৃণমূলের অভিযোগ, সুজনবাবুর স্ত্রী ১৯৮৭ সালে পয়লা অগাস্ট জয়েন করেছিলেন ল্য়াবরেটরি অ্য়াসিস্টেন্ট হিসেবে দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজে। তিনি কোন ইন্টারভিউ দিয়েছিলেন? তিনি কোন পরীক্ষা দিয়েছিলেন? এটা যদি জনসমক্ষে সুজন বাবু জানান, তাহলে আমি খুব উপকৃত হব'। পার্থ ভৌমিকের আরও বক্তব্য, 'ব্রাত্য বসুর কাছে অনুরোধ জানাব, তিনি যদি দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে ১৯৮৭ সালের পয়লা অগাস্ট সুজনবাবুর স্ত্রী যে চাকরিটা পেয়েছিলেন, সেটা নিয়ে যদি তদন্ত করেন, আমি বাধিত হব'। একই দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। এবার কুণালকেই পাল্টা চ্যালেঞ্জ করলেন সুজন।
সুজন চক্রবর্তী পাল্টা ট্যুইট করে বলেন, ''পার্থবাবু জেলে থেকে যাদের নামে অভিযোগ করেছেন তাদের হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা উচিত, কুণাল ঘোষ বলছেন। বেশ তো! তাহলে সারদার সবচেয়ে বড় সুবিধাভোগী বলে কুনাল যে মমতা ব্যানার্জিকে অভিযুক্ত করেছিলেন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ কবে শুরু হবে? আমি রাজি। ওরা প্রস্তুত তো!! (বানান অপরিবর্তীত)''
advertisement
advertisement
যদিও সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে তৃণমূল ইতিমধ্যেই ট্যুইট করে লিখেছে, 'প্রাক্তন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর স্ত্রী কোনও পরীক্ষায় পাশ করেননি। কিন্ত ৩৪ বছর চাকরি করেছেন দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজে। যখন অবসর নেন, তখন বেসিক পে ছিল ৫৫ হাজার টাকা। এখন রাজ্য সরকারের পেনশনও নেন তিনি'।
advertisement
advertisement
advertisement
এদিকে চুপ করে থাকেননি সুজন চক্রবর্তীও। তাঁর চ্য়ালেঞ্জ, 'আমার কোনও অসুবিধা নেই। ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত যখন তালিকা বের করবেন, সেই তালিকায় সব থাকবে তো। বার করুন না। তারপর খেলা দেখিয়ে দেব'। এবার সরাসরি কুণাল ঘোষকে নিশানা করলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sujan Chakraborty: 'সবচেয়ে বড় সুবিধাভোগীকে কবে জেরা?' স্ত্রী-র চাকরি নিয়ে প্রশ্ন উঠতেই আসরে সুজন চক্রবর্তী
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement