Minor kidnap|| নাবালিকাকে অপহরণ! ১৯ বছরের যুবকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Minor kidnap: নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার বীরনগরে।
তাহেরপুর: নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার বীরনগরে। পুলিশের তৎপরতায় উদ্ধার ওই নাবালিকা। সূত্রের খবর, ইংরেজি মাসের ১৯ তারিখ এক নাবালিকাকে অপহরণের লিখিত অভিযোগ জমা পড়ে তাহেরপুর থানায়। ওই নাবালিকার পরিবারের সদস্যরা তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দাবি, এক যুবক মেয়েকে অপহরণ করেছে। অভিযুক্ত যুবকের নাম রাজা নাহা (১৯), বাড়ি বীরনগরের পালিত পাড়ায়।
নাবালিকার বাড়ির সদস্যদের লিখিত অভিযোগ পেয়েই তৎপর হয় তাহেরপুর থানার পুলিশ। এরপরেই নাবালিকার খোঁজে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে তাহেরপুর এলাকার বারাসাতে রয়েছে ওই নাবালিকা। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে। পাশাপাশি লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার ওই যুবককে গ্রেফতার করে তাহেরপুর থানার পুলিশ। ধৃত যুবককে সোমবার রানাঘাট আদালতে পেশ করা হয়। নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত নেমেছে তাহেরপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ দোল পূর্ণিমার দু'সপ্তাহ আগেই ইসকনে শুরু দোলযাত্রা উৎসব
প্রসঙ্গত, নাবালিকা অপহরণ ও নিরুদ্দেশের ঘটনা প্রায়শই শোনা যাচ্ছে। মনোবিদেরা মনে করছেন এর অন্যতম কারণ অভিভাবকদের সঠিক পর্যবেক্ষণের অভাব। অভিভাবকেরা নিজেদের কর্মব্যস্ততার জন্য তাঁদের সন্তানদের অনেক সময় সঠিকভাবে খেয়াল রাখতে পারেন না। সেই কারণে অনেক সময় বিপথে চলে যায় তারা। সন্তানদের সঠিকভাবে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন মনোবিদেরা।
advertisement
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 12:21 PM IST

