Nadia News: দোল পূর্ণিমার দু'সপ্তাহ আগেই ইসকনে শুরু দোলযাত্রা উৎসব
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
দোল পূর্ণিমার দু'সপ্তাহ আগে মায়াপুরের ইসকন মন্দিরে পতাকা উত্তোলন করে শুরু হল দোলযাত্রা উৎসব
নদিয়া: ক্যালেন্ডার অনুযায়ী এখনও দু'সপ্তাহ বাকি, কিন্তু মঙ্গলবারই মায়াপুরের ইসকন মন্দিরে শুরু হয়ে গেল দোলযাত্রা উৎসব। পতাকা উত্তোলনের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।
গত দুবছর করোনার জন্য জাঁকজমকপূর্ণভাবে মায়াপুর ইসকন মন্দিরের দোলযাত্রা উৎসব পালন করা সম্ভব হয়নি। তবে এই বছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় আবার আগের মতো ঘটা করে ইসকনে বসতে চলেছে দোল উৎসবের আসর। দীর্ঘদিনের প্রথা মেনে মঙ্গলবার তাই পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দোলযাত্রা উৎসব।
এই দোলযাত্রা উৎসব শুরুর প্রায় একমাস আগে থেকে মায়াপুর ইসকন মন্দিরের শুরু হয়ে গিয়েছে পরিক্রমা। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। হাজার হাজার ভক্ত ভোরবেলা বেরিয়ে পড়েন ইসকন মন্দির পরিক্রমা করতে। ইসকন মন্দির কর্তৃপক্ষের আশা, সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে এই বছরের দোলযাত্রা উৎসব আবার অতীতের মতো হবে।
advertisement
advertisement
উল্লেখ্য দোল বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব। বৃন্দাবন, মথুরা, বারাণসীর মত শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপ মায়াপুরেও মহাসাড়ম্বরে দোল উৎসব পালন করা হয়। আর এই দোল উৎসবকে এক অনন্য মাত্রা দেয় মায়াপুর ইসকন মন্দিরের দোলযাত্রা উৎসব। দোল পূর্ণিমার প্রায় একমাস আগে থেকেই নগর জুড়ে পরিক্রমায় বের হয়ে যায় ভক্তের দল। যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বহু পর্যটক।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 10:04 PM IST