১০ বছরের ছেলের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা নাবালিকার
Last Updated:
দশ বছরের ছেলের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগ উঠেছে এক নাবালিকার বিরুদ্ধে ৷
#কানপুর: দশ বছরের ছেলের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগ উঠেছে এক নাবালিকার বিরুদ্ধে ৷ ঘটনার জেরে দশ বছরের ছেলেটির শারীরিক অবস্থার অবনতি ঘটনায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ ঘটনাটি কানপুরের বিধনু জেলার ৷
জানা গিয়েছে, ঘটনার দিন কালহৌলি গ্রামের বাসিন্দা অভিযুক্ত ১৬ বছরের নাবালিকা বাড়িতে একায় ছিল ৷ তার বাবা-মা বাইরে গিয়েছিলেন ৷ সেই সুযোগেই তার প্রতিবেশী ১০ বছরের ছেলেটিকে নিজের বাড়িতে ডেকে পাঠায় মেয়েটি ৷
এরপর জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালায় নাবালিকা ৷ ঘটনায় গোপনাঙ্গে গুরুতর চোট পায় ছেলেটি ৷ এর জেরে শুরু হয় রক্তক্ষরণ ৷
advertisement
ছেলেটি আপাতত কানপুরের হাসপাতলে চিকিৎসাধীন ৷ তবে ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি ৷
পুলিশ জানিয়েছে, যেহেতু এই ঘটনায় দু’জনেই নাবালক তাই এই ঘটনায় কাউকে অভিযুক্ত করে মামলা দায়ের করা একটু মুশকিল ৷
তবে আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন যে POCSO Act এর ৮ দারায় মামলা দায়ের করা সম্ভব ৷
view commentsLocation :
First Published :
June 27, 2016 2:06 PM IST

