গৃহবন্দি দশায় চেন্নাই থেকে অর্ডার হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, মুম্বই থেকে কন্ডোম!

Last Updated:
▪️ লকডাউনে বাড়ি বসে আছেন সকলে৷ আর কীভাবে তারা বাড়িতে সময় কাটাচ্ছেন তা তাদের অনলাইন পণ্য অর্ডারের তালিকা দেখেই বোঝা যাবে৷
চেন্নাই এবং জয়পুরের বাসিন্দারা খেয়াল রেখেছেন নিজেদের শরীরের৷ করোনার কোপ থেকে বাঁচতে তারা শুরু অনলাইনে অর্ডার করছেন হ্যান্ড স্যানিটাইজার৷ ▪️ চেন্নাই এবং জয়পুরের বাসিন্দারা খেয়াল রেখেছেন নিজেদের শরীরের৷ করোনার কোপ থেকে বাঁচতে তারা শুরু অনলাইনে অর্ডার করছেন হ্যান্ড স্যানিটাইজার৷
▪️ তবে বাড়িতে থাকাকালীন যৌনতায় মেতেছেন মুম্বইয়ের অনেক৷ তাই সেখান থেকে বেশি মাত্রায় কন্ডোমের অর্ডার এসেছে৷ যার জেরে কন্ডোমের ব্যবসা প্রায় বেড়ে ২০ থেকে ৫০ শতাংশ৷ ▪️ তবে বাড়িতে থাকাকালীন যৌনতায় মেতেছেন মুম্বইয়ের অনেক৷ তাই সেখান থেকে বেশি মাত্রায় কন্ডোমের অর্ডার এসেছে৷ যার জেরে কন্ডোমের ব্যবসা প্রায় বেড়ে ২০ থেকে ৫০ শতাংশ৷
advertisement
▪️ একই অবস্থা হায়দরাবাদ, পুণে এবং বেঙ্গালুরুর৷ সেই সব শহরের বাসিন্দারা বেশি পরিমাণে কিনছেন প্রেগন্যান্সি টেস্ট কিট ও গর্ভনিরোধ বড়ি৷ ▪️ একই অবস্থা হায়দরাবাদ, পুণে এবং বেঙ্গালুরুর৷ সেই সব শহরের বাসিন্দারা বেশি পরিমাণে কিনছেন প্রেগন্যান্সি টেস্ট কিট ও গর্ভনিরোধ বড়ি৷
▪️ দ্বিতীয় দফার লকডাউনের শুরুতেই অনলাইন ডেলিভারি অ্যাপ ডানজো একটি তথ্য সামনে আনে৷ সেখানে তারা দেখিয়েছে যে কোন শহরে কোন কোন জিনিসের অর্ডার সব থেকে বেশি হয়েছে এই লকডাউনের সময়৷ এই তথ্যে স্পষ্ট যে প্রেগন্যান্সি কিট থেকে স্যানিটাইজার, কন্ডোম ও পিলই এই সময় সবথেকে বেশি বাড়িতে আনাচ্ছেন মানুষ৷ ▪️ দ্বিতীয় দফার লকডাউনের শুরুতেই অনলাইন ডেলিভারি অ্যাপ ডানজো একটি তথ্য সামনে আনে৷ সেখানে তারা দেখিয়েছে যে কোন শহরে কোন কোন জিনিসের অর্ডার সব থেকে বেশি হয়েছে এই লকডাউনের সময়৷ এই তথ্যে স্পষ্ট যে প্রেগন্যান্সি কিট থেকে স্যানিটাইজার, কন্ডোম ও পিলই এই সময় সবথেকে বেশি বাড়িতে আনাচ্ছেন মানুষ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
গৃহবন্দি দশায় চেন্নাই থেকে অর্ডার হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, মুম্বই থেকে কন্ডোম!
Next Article
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE