করোনা আক্রান্ত উত্তরাখাণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত

Last Updated:

তিরথ সিং রাওয়াত নিজেই ট্যুইট করে এই কথা জানিয়েছেন।

#দেহরাদুন: করোনা আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত৷ চিকিৎসকদের পরামর্শের পরে তিনি আপাতত থাকছেন আইসোলেশনে। তিরথ সিং রাওয়াত নিজেই ট্যুইট করে এই কথা জানিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমার করোনার পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। আমি ভাল আছি এবং আমার কোন সমস্যা নেই৷ আমি ডাক্তারদের নজরদারিতে নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছে, আইসোলেশনে রয়েছি৷ আপনারা যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্ষে এসেছেন, তাঁরা দয়া করে সাবধান হন।
advertisement
advertisement
উল্লেখযোগ্য বিষয় হল,আজ অর্থাৎ সোমবার, তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয় যে, ৪দিনের কাজে তিনি দিল্লি যাবেন৷ দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে৷ তবে করোনা আক্রান্ত হওয়ায় সেই সফরসূচি বাতিল করতে হয়েছে৷ শুক্রবার তিনি দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে৷
advertisement
কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন রাওয়াত৷ সদ্য উত্তরাখাণ্ডের মুখ্যমন্ত্রীর হয়েছেন রাওয়াত৷ তারই মধ্যে মহিলাদের ফাটা জিনস নিয়ে তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে৷ এরই মধ্যেই একাধিক সন্তানের পক্ষ সওয়াল করেন তিনি৷ এতে করোনার সময় বেশি রেশন পাওয়া যাবে তাঁর যুক্তি ছিল৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আক্রান্ত উত্তরাখাণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement