Covid US Aid : ভারতে কোভিড-সরঞ্জাম বোঝাই বিমান পাঠাতে দেরি হচ্ছে, জানাল আমেরিকা

Last Updated:

পেন্টাগন প্রেস সেক্রেটারি জন কার্বি আশ্বস্ত করেছেন যে, তিনটি সি-৫ সুপার গ্যালাক্সি বিমান আর একটি সি-১৭ গ্লোবমাস্টার ভারতে প্রয়োজনীয় ওষুধ-সহ সরঞ্জাম সরবরাহ করার প্রক্রিয়া চালিয়ে যাবে ৷

মার্কিন সাহায্য পৌঁছতে বিলম্ব 
প্রতীকী ছবি
মার্কিন সাহায্য পৌঁছতে বিলম্ব প্রতীকী ছবি
পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, "আমরা সবেমাত্র জানতে পেরেছি যে বিমানগুলির কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই ভারতে পৌঁছানো বুধবার অবধি পিছিয়ে গিয়েছে ৷" এখনও পর্যন্ত দু'টি মার্কিন বিমান বাহিনীর বিমান এসেছে ভারতে৷ কোভিডের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তিনটি সি-৫ সুপার গ্যালাক্সি আর একটি সি-১৭ গ্লোবমাস্টার বিমানের ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সোমবার ৷
advertisement
advertisement
advertisement
তবে আমেরিকা থেকে পাঠানো ভ্যাকসিনের কাঁচামাল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ভারতে আসায় এই দেরির জন্য ভারতের করোনা সংকটের উপর কতটা প্রভাব পড়তে পারে তা নিয়ে কোনও মন্তব্য করেনি আমেরিকা৷ সারা বিশ্বে ভারতের কোভিড সংক্রমণের অবস্থা ভয়ঙ্কর ৷ এদিন সকালে পেন্টাগন প্রেস সেক্রেটারি জন কার্বি আশ্বস্ত করেছেন যে, তিনটি সি-৫ সুপার গ্যালাক্সি বিমান আর একটি সি-১৭ গ্লোবমাস্টার ভারতে প্রয়োজনীয় ওষুধ-সহ সরঞ্জাম সরবরাহ করার প্রক্রিয়া চালিয়ে যাবে ৷ এই প্রসঙ্গে তিনি আস্বস্থ করে বলেন, "ভারতীয়দের কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারকে আমরা সাহায্য পাঠিয়ে যাব৷"
advertisement
জন কার্বি এদিন bolen, "ভারতীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি, যদি হঠাৎ কোনও প্রয়োজন পড়ে তার জন্য প্রস্তুত থাকছি৷ ডিফেন্স সেক্রেটারি ভারতে তাঁর কাউন্টারপার্টকে পরিষ্কার জানিয়েছেন যে, আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করে যাব ভারতকে ৷" ইতিমধ্যে, সেনেটর অ্যামি ক্লবুসার জানিয়েছেন, ভারতের করোনা পরিস্থিতি এটাই মনে করিয়ে দেয় যে, "যখন সর্বত্র কোভিড-১৯ কে হারাতে পারব, তখনই শুধুমাত্র আমরা কোভিডকে হারিয়ে জয়ী হব।"
advertisement
তিনি এও বলেন, এই সংকটের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সব রকম ভাবে তার বন্ধু দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৷বাইডেন সরকার ভারতের প্রতি খুব দ্রুত সদর্থক পদক্ষেপ নিয়েছে। তবে "ভারতের এই পরিস্থিতি সহ্য করা যাচ্ছে না", জানিয়েছেন কংগ্রেস সদস্য অ্যালান লোয়েনথাল৷ তাঁর কথায়, "ভ্যাকসিন নিয়ে আমাদের আরও কিছু ভাবনা চিন্তা করা দরকার ৷ নতুন ভয়ঙ্কর এই ভ্যারিয়ান্টকে নিয়ন্ত্রণ করতে হবে, আর মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব রয়েছে আমাদের ৷"
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid US Aid : ভারতে কোভিড-সরঞ্জাম বোঝাই বিমান পাঠাতে দেরি হচ্ছে, জানাল আমেরিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement