Covid US Aid : ভারতে কোভিড-সরঞ্জাম বোঝাই বিমান পাঠাতে দেরি হচ্ছে, জানাল আমেরিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
পেন্টাগন প্রেস সেক্রেটারি জন কার্বি আশ্বস্ত করেছেন যে, তিনটি সি-৫ সুপার গ্যালাক্সি বিমান আর একটি সি-১৭ গ্লোবমাস্টার ভারতে প্রয়োজনীয় ওষুধ-সহ সরঞ্জাম সরবরাহ করার প্রক্রিয়া চালিয়ে যাবে ৷
পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, "আমরা সবেমাত্র জানতে পেরেছি যে বিমানগুলির কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই ভারতে পৌঁছানো বুধবার অবধি পিছিয়ে গিয়েছে ৷" এখনও পর্যন্ত দু'টি মার্কিন বিমান বাহিনীর বিমান এসেছে ভারতে৷ কোভিডের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তিনটি সি-৫ সুপার গ্যালাক্সি আর একটি সি-১৭ গ্লোবমাস্টার বিমানের ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সোমবার ৷
advertisement
United States Department of Defense says the final two flights of #COVID19 aid to India have been delayed at least until Wednesday. US Transportation command says the delay is due to maintenance issues. pic.twitter.com/ZKO8dVlcbu
— ANI (@ANI) May 4, 2021
advertisement
advertisement
তবে আমেরিকা থেকে পাঠানো ভ্যাকসিনের কাঁচামাল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ভারতে আসায় এই দেরির জন্য ভারতের করোনা সংকটের উপর কতটা প্রভাব পড়তে পারে তা নিয়ে কোনও মন্তব্য করেনি আমেরিকা৷ সারা বিশ্বে ভারতের কোভিড সংক্রমণের অবস্থা ভয়ঙ্কর ৷ এদিন সকালে পেন্টাগন প্রেস সেক্রেটারি জন কার্বি আশ্বস্ত করেছেন যে, তিনটি সি-৫ সুপার গ্যালাক্সি বিমান আর একটি সি-১৭ গ্লোবমাস্টার ভারতে প্রয়োজনীয় ওষুধ-সহ সরঞ্জাম সরবরাহ করার প্রক্রিয়া চালিয়ে যাবে ৷ এই প্রসঙ্গে তিনি আস্বস্থ করে বলেন, "ভারতীয়দের কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারকে আমরা সাহায্য পাঠিয়ে যাব৷"
advertisement
জন কার্বি এদিন bolen, "ভারতীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি, যদি হঠাৎ কোনও প্রয়োজন পড়ে তার জন্য প্রস্তুত থাকছি৷ ডিফেন্স সেক্রেটারি ভারতে তাঁর কাউন্টারপার্টকে পরিষ্কার জানিয়েছেন যে, আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করে যাব ভারতকে ৷" ইতিমধ্যে, সেনেটর অ্যামি ক্লবুসার জানিয়েছেন, ভারতের করোনা পরিস্থিতি এটাই মনে করিয়ে দেয় যে, "যখন সর্বত্র কোভিড-১৯ কে হারাতে পারব, তখনই শুধুমাত্র আমরা কোভিডকে হারিয়ে জয়ী হব।"
advertisement
তিনি এও বলেন, এই সংকটের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সব রকম ভাবে তার বন্ধু দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৷বাইডেন সরকার ভারতের প্রতি খুব দ্রুত সদর্থক পদক্ষেপ নিয়েছে। তবে "ভারতের এই পরিস্থিতি সহ্য করা যাচ্ছে না", জানিয়েছেন কংগ্রেস সদস্য অ্যালান লোয়েনথাল৷ তাঁর কথায়, "ভ্যাকসিন নিয়ে আমাদের আরও কিছু ভাবনা চিন্তা করা দরকার ৷ নতুন ভয়ঙ্কর এই ভ্যারিয়ান্টকে নিয়ন্ত্রণ করতে হবে, আর মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব রয়েছে আমাদের ৷"
view commentsLocation :
First Published :
May 04, 2021 6:05 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid US Aid : ভারতে কোভিড-সরঞ্জাম বোঝাই বিমান পাঠাতে দেরি হচ্ছে, জানাল আমেরিকা