#নিউ ইয়র্ক: ব্রিটেন উদ্ভূত নয়া প্রজাতির করোনা নিয়ে আতঙ্কে রয়েছে বিশ্ববাসী। ধীরে ধীরে অন্যান্য দেশ গুলিতেও ছড়িয়ে পড়ার ঘটনা আসছে নজরে। করোনা অতিমারির জন্য যে প্রতিষেধক গুলি রয়েছে সেগুলি কতটা কার্যকরী সেই নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে একাংশ চিন্তায় রয়েছেন। তবে ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিক্যাল শাখার নতুন গবেষণায় দেখা গিয়েছে, ফাইজার বায়োএনটেক টিকা ব্রিটেন এবং আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনার নয়া স্ট্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম।
ফাইজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ফিলিপ ডরমিটজার বলেছেন, করোনার রূপান্তর নিয়ে মানুষ উদ্বিগ্ন ছিল। তবে এটি অত্যন্ত আশ্বাসের বিষয় ছিল যে ফাইজার ভ্যাকসিন এর বিরুদ্ধে কার্যকরী। তিনি আরও বলেন, ভাইরাসগুলি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অবিচ্ছিন্নভাবে পরিবর্তন হয়। প্রায় এক বছর আগে চিনে প্রথম এই করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরে বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছিলেন যে পরিবর্তনগুলি কীভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।
ব্রিটিশ বিজ্ঞানীরা বলেছেন যে, ব্রিটেনে করোনার যে বৈকল্পিক চিহ্নিত হয়েছে তা ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে প্রভাবশালী হয়ে উঠছে। সেই মিউট্যান্টটি এখন আমেরিকা এবং অন্যান্য অনেক দেশে পাওয়া গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19