#কলকাতা: করোনা আতঙ্কের মধ্যেও বাঙালীর পয়লা বৈশাখের স্মৃতি ধরে রাখতে পুরসভারই জনপ্রতিনিধি অস্থায়ী কর্মীদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র ৷ করোনা সংক্রমণের কারণে আতঙ্কে বিশ্ববাসী থেকে বাঙালি সকলেই। তারই মধ্যে আজ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানেই নতুন পোশাক নতুন হিসেবের খাতা। কিন্তু বাঙালির এই চেনা চিত্রটা ১৪২৭ বাংলা নতুন বর্ষে অনেকটাই অচেনা।
চৈত্র মাসের শেষের দিকে বসেনি চৈত্র সেলের বাজার। আট থেকে আশি কারো জন্যই কেনা হয়নি নতুন বস্ত্র। সবটাই যেন ফিকে লাগছে এরকম পরিবেশে। কিন্তু এসবের মধ্যেও বাঙালির পয়লা বৈশাখের কিছু চেনা চিত্র ধরা পড়েছে অশোকনগর পুরসভার 12 নম্বর ওয়ার্ডে।
এই ওয়ার্ডের জনপ্রতিনিধি অতীশ সরকারের উদ্যোগে ওয়ার্ডের প্রায় ৩৫ জন অস্থায়ী কর্মীর হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র।এদিনের অনুষ্ঠনের প্রথমেই কর্মীদের হাত ধুয়ে নেয়ার ব্যবস্থা করা হয় ৷এর পরে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ফুলের পুষ্পস্তবক, নতুন গামছা গলায় পরিয়ে তাঁদের বরণ করে নেওয়া হয়৷ এর পরে তাঁদের হাতে পরিবারের মহিলা সদস্যদের জন্য দেওয়া হয় একটি করে নতুন শাড়ী ৷ সবশেষে ছিল মিষ্টি মুখের ব্যবস্থা।
অতীশ সরকারের দাবী, এইসমস্ত কর্মীরা সারা বছর ধরে ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে।আর এই কঠিন পরিস্থিতির সময়ও তাঁরা তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে এলাকার জনসাধারণের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছেন। তাই তাদের জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কাউন্সিলরের এহেন উদ্যোগে খুশি পুরসভার অস্থায়ী কর্মীরা।
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।