#Viral: বাজারের ব্যাগ হাতে কাশতে কাশতে বাড়ি ফিরল ছেলে, মা যা করলেন

Last Updated:

করোনা আতঙ্ক চরমে...

#কলকাতা: ভাইরাল আর ভাইরাল ৷ একদিকে ভাইরাল ভাইরাস অন্যদিকে তারই ছোঁওয়া ভাইরাল ভিডিওতে ৷ করোনা নিয়ে নানা জায়গায় নানা রঙ্গ ৷ এই মুহূ্র্তে টিকটক ভিডিও হ্যান্ডেলগুলিও দারুণ অ্যাকটিভ হয়ে গেছে ৷ করোনা আতঙ্কে মানুষ বিভিন্ন রকমের ভিডিও শ্যুট করেছে ৷
এরকমই একটা মজার ভিডিও এখন ভাইরাল . যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি থলে হাতে ডোরবেল বাজালেন ৷ দরজা খুলে দিলেন মাতৃস্থানীয়া এক মহিলা ৷ থলেটা ছেলের হাত থেকে নেওয়ার পরেই বিপত্তি ৷ হঠাৎই কাশতে শুরু করে ছেলেটি ৷
advertisement
advertisement
এরপরেই ওই মহিলা ছেলেটির পশ্চাতদেশে একটি লাথি মেরে তাঁকে বের করে দেয় ৷ তারপরেই কীটানুনাশক একটি স্প্রে থেকে সেখানে স্প্রে  করেন ৷ দেখে নিন সেই ভিডিওটি ৷
advertisement
এই ভিডিওটির ভিউ ৫৫.৭ মিলিয়ন ৷ আর লাইকের সংখ্যা প্রায় ২০ লক্ষ ৷ ভিডিওটি শেয়ার হয়েছে বিবেক ভর্মা নামের টিকটিক হ্যান্ডেল থেকে ৷ এই ব্যক্তির হ্যান্ডেলে ১৬ লক্ষ ফলোয়ার রয়েছে ৷ তার মোট ভিডিও ভিউ হয়েছে ৩৯.৩ মিলিয়ন ৷ আসলে করোনা নিয়ে যেভাবে ভয় ছড়িয়েছে তাতে সামাণ্য হাসির পাঞ্চ আনতেই নির্মল আনন্দের উদ্দেশ্যেই এই ভিডিও ৷ এটিকে কোনওরকমভাবে কার্যকারী ভাবার কোনও কারণ নেই ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Viral: বাজারের ব্যাগ হাতে কাশতে কাশতে বাড়ি ফিরল ছেলে, মা যা করলেন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement