Home /News /coronavirus-latest-news /
#Viral: বাজারের ব্যাগ হাতে কাশতে কাশতে বাড়ি ফিরল ছেলে, মা যা করলেন

#Viral: বাজারের ব্যাগ হাতে কাশতে কাশতে বাড়ি ফিরল ছেলে, মা যা করলেন

Photo Courtesy- Tiktok Video Grab

Photo Courtesy- Tiktok Video Grab

করোনা আতঙ্ক চরমে...

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ভাইরাল আর ভাইরাল ৷ একদিকে ভাইরাল ভাইরাস অন্যদিকে তারই ছোঁওয়া ভাইরাল ভিডিওতে ৷ করোনা নিয়ে নানা জায়গায় নানা রঙ্গ ৷ এই মুহূ্র্তে টিকটক ভিডিও হ্যান্ডেলগুলিও দারুণ অ্যাকটিভ হয়ে গেছে ৷ করোনা আতঙ্কে মানুষ বিভিন্ন রকমের ভিডিও শ্যুট করেছে ৷

এরকমই একটা মজার ভিডিও এখন ভাইরাল . যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি থলে হাতে ডোরবেল বাজালেন ৷ দরজা খুলে দিলেন মাতৃস্থানীয়া এক মহিলা ৷ থলেটা ছেলের হাত থেকে নেওয়ার পরেই বিপত্তি ৷ হঠাৎই কাশতে শুরু করে ছেলেটি ৷

আরও পড়ুন - নিরামিষ খাওয়াদাওয়া থেকে প্রচণ্ড গরম! এগুলো কী সত্যিই করোনা ভাইরাস থাবা থেকে বাঁচাবে ...

এরপরেই ওই মহিলা ছেলেটির পশ্চাতদেশে একটি লাথি মেরে তাঁকে বের করে দেয় ৷ তারপরেই কীটানুনাশক একটি স্প্রে থেকে সেখানে স্প্রে  করেন ৷ দেখে নিন সেই ভিডিওটি ৷

@vivekverma.01
🤣🤣 ##coronavirus ##trending ##viral ##foryou ##foryoupage ##vivekvermaa♬ original sound - Vivek Verma

এই ভিডিওটির ভিউ ৫৫.৭ মিলিয়ন ৷ আর লাইকের সংখ্যা প্রায় ২০ লক্ষ ৷ ভিডিওটি শেয়ার হয়েছে বিবেক ভর্মা নামের টিকটিক হ্যান্ডেল থেকে ৷ এই ব্যক্তির হ্যান্ডেলে ১৬ লক্ষ ফলোয়ার রয়েছে ৷ তার মোট ভিডিও ভিউ হয়েছে ৩৯.৩ মিলিয়ন ৷ আসলে করোনা নিয়ে যেভাবে ভয় ছড়িয়েছে তাতে সামাণ্য হাসির পাঞ্চ আনতেই নির্মল আনন্দের উদ্দেশ্যেই এই ভিডিও ৷ এটিকে কোনওরকমভাবে কার্যকারী ভাবার কোনও কারণ নেই ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Coronavirus, TikTok Video, Viral Video, করোনা ভাইরাস, টিকটক ভিডিও, ভাইরাল ভিডিও