নিরামিষ খাওয়াদাওয়া থেকে প্রচণ্ড গরম! এগুলো কী সত্যিই করোনা ভাইরাস থাবা থেকে বাঁচাবে ...

Last Updated:
করোনা ভাইরাস নিয়ে সারা দেশে নানারকম প্রশ্ন, জেনে নিন সঠিক সত্যিটা
1/6
খাবারের পছন্দ কী করোনা ভাইরাস থেকে বাঁচাতে পারে ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যেসব রকমের ফেক নিউজের জ্বালায় অতষ্ঠ হচ্ছেন সকলেই ৷ এই অবস্থায় কী বলছেন বিশেষ্জ্ঞ চিকিৎসক ৷ Photo- File
খাবারের পছন্দ কী করোনা ভাইরাস থেকে বাঁচাতে পারে ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যেসব রকমের ফেক নিউজের জ্বালায় অতষ্ঠ হচ্ছেন সকলেই ৷ এই অবস্থায় কী বলছেন বিশেষ্জ্ঞ চিকিৎসক ৷ Photo- File
advertisement
2/6
তাপমাত্রা বৃদ্ধি পেলে কী করোনার প্রকোপ কমব - এই প্রশ্নের উত্তরে আনন্দ কৃষ্ণণ জানিয়েছেন, ঠান্ডায় তাপমাত্রা কম থাকলে মারাত্মক লেভেলে প্রভাব পড়তে পারে ৷ তবে তাপমাত্রা বাড়লে কী প্রভাব কম হয় তার অবশ্য কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যায়নি ৷ Photo- Representive
তাপমাত্রা বৃদ্ধি পেলে কী করোনার প্রকোপ কমব - এই প্রশ্নের উত্তরে আনন্দ কৃষ্ণণ জানিয়েছেন, ঠান্ডায় তাপমাত্রা কম থাকলে মারাত্মক লেভেলে প্রভাব পড়তে পারে ৷ তবে তাপমাত্রা বাড়লে কী প্রভাব কম হয় তার অবশ্য কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যায়নি ৷ Photo- Representive
advertisement
3/6
আমিষ ছেড়ে নিরামিষ খেলে কি করোনা থেকে বাঁচা যাবে ৷ এই প্রশ্নের উত্তরে চিকিৎসকের উত্তর করোনা খাবারের মাধ্যমে ছড়ায় না ৷ তাই আমিষ না খেয়ে নিরামিষ খেলে করোনা হবে না এমনটা ভাবার কোনও যৌক্তিকতা নেই ৷
আমিষ ছেড়ে নিরামিষ খেলে কি করোনা থেকে বাঁচা যাবে ৷ এই প্রশ্নের উত্তরে চিকিৎসকের উত্তর করোনা খাবারের মাধ্যমে ছড়ায় না ৷ তাই আমিষ না খেয়ে নিরামিষ খেলে করোনা হবে না এমনটা ভাবার কোনও যৌক্তিকতা নেই ৷
advertisement
4/6
বাড়িতে রান্না করা খাবার কখনই কোনও অসুবিধা নেই ৷ মাংস ভালো করে রান্না করা হলে কোনও জীবাণু থাকতে পারে না ৷
বাড়িতে রান্না করা খাবার কখনই কোনও অসুবিধা নেই ৷ মাংস ভালো করে রান্না করা হলে কোনও জীবাণু থাকতে পারে না ৷
advertisement
5/6
একাধিকবার বড় রোগে ভুগে থাকলে আপনার ইমিউনিটি থাকবে করোনার সঙ্গে লড়াই করার এমন ভাবার কোনও কারণ নেই . কারণ এটা একেবারে নতুন ভাইরাস ৷ ফলে প্রথমবার হয়ে গিয়ে ইমিউন হয়ে যাওয়ার কোনও সম্ববনা নেই ৷ পাশাপাশি অন্য কোও রোগ হয়ে এই রোগের ইমিউনিটি তৈরি হয় এরও কোনোও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি ৷
একাধিকবার বড় রোগে ভুগে থাকলে আপনার ইমিউনিটি থাকবে করোনার সঙ্গে লড়াই করার এমন ভাবার কোনও কারণ নেই . কারণ এটা একেবারে নতুন ভাইরাস ৷ ফলে প্রথমবার হয়ে গিয়ে ইমিউন হয়ে যাওয়ার কোনও সম্ববনা নেই ৷ পাশাপাশি অন্য কোও রোগ হয়ে এই রোগের ইমিউনিটি তৈরি হয় এরও কোনোও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি ৷
advertisement
6/6
রসুন. মধু, হলুদ এসব দীর্ঘকাল ধরে ভারতীয়রা কান তাহলে কী কোনও রোগ হয় না ৷ এগুলো খুব সাধারণ মানের নিরাপত্তা দিতে পারে , কোনও বড় রোগের ক্ষেত্রে এগুলোর কোনও কার্যকারিতা নেই ৷
রসুন. মধু, হলুদ এসব দীর্ঘকাল ধরে ভারতীয়রা কান তাহলে কী কোনও রোগ হয় না ৷ এগুলো খুব সাধারণ মানের নিরাপত্তা দিতে পারে , কোনও বড় রোগের ক্ষেত্রে এগুলোর কোনও কার্যকারিতা নেই ৷
advertisement
advertisement
advertisement