Unlock 2.0: বেশি মাখামাখি নয়, শর্ত মেনে ১ জুলাই থেকে চলুক মেট্রো রেল- মুখ্যমন্ত্রী

Last Updated:

শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যতগুলি আসন সেই মতো টিকিট বিক্রি করতে হবে ৷

#কলকাতা: বাস, ট্যাক্সির পর এবার জনসাধারণের জন্য খুলবে মেট্রো রেলের দরজাও ৷ ১ জুলাই থেকে চালু হতে পারে কলকাতার লাইফলাইন ৷ শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যতগুলি আসন ততগুলিই যাত্রী এই শর্ত মানলে ১ জুলাই থেকে কলকাতায় চলতে পারে মেট্রোরেল ৷’ এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা্ বলছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যতগুলি আসন সেই মতো টিকিট বিক্রি করতে হবে ৷ একইসঙ্গে মেট্রো আসনগুলিকে ভালভাবে স্যানিটাইজ করতে হবে ৷ এই পদ্ধতি মানলে মেট্রো চালানো সম্ভব হবে ৷
কলকাতা মেট্রো চলার ব্যাপারে কেন্দ্র-রাজ্য একমত হলেই খুলে যাবে মেট্রো রেল ৷ প্রতি স্টেশনে যাত্রীদের ঢোকা বেরনোর ব্যবস্থা থেকে শুরু করে প্রতি স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকার ভিড় নিয়ন্ত্রণ-ব্যবস্থা কী হতে পারে, স্টেশনে কিভাবে হবে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কত তাড়াতাড়ি যাত্রীরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে পড়তে পারবেন -সেই পরিকল্পনার কাজই শুরু হয়েছে ৷
advertisement
advertisement
আনলকের শুরুতেই মেট্রো কর্মীদের নিয়ে স্টাফ স্পেশাল মেট্রো চলছে ৷ সাধারণ যাত্রী পরিষেবা শুরু হল টোকেনের বদলে স্মার্ট কার্ড ব্যবহারের ভাবনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ৷ একইসঙ্গে মেট্রো কামরার ভিতরে ও স্টেশনে সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের দাঁড়ানো ও বসার জায়গা নির্দিষ্ট করে দেওয়ার কাজ চলছে ৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Unlock 2.0: বেশি মাখামাখি নয়, শর্ত মেনে ১ জুলাই থেকে চলুক মেট্রো রেল- মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement