Unlock 2.0: বেশি মাখামাখি নয়, শর্ত মেনে ১ জুলাই থেকে চলুক মেট্রো রেল- মুখ্যমন্ত্রী
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যতগুলি আসন সেই মতো টিকিট বিক্রি করতে হবে ৷
#কলকাতা: বাস, ট্যাক্সির পর এবার জনসাধারণের জন্য খুলবে মেট্রো রেলের দরজাও ৷ ১ জুলাই থেকে চালু হতে পারে কলকাতার লাইফলাইন ৷ শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যতগুলি আসন ততগুলিই যাত্রী এই শর্ত মানলে ১ জুলাই থেকে কলকাতায় চলতে পারে মেট্রোরেল ৷’ এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা্ বলছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যতগুলি আসন সেই মতো টিকিট বিক্রি করতে হবে ৷ একইসঙ্গে মেট্রো আসনগুলিকে ভালভাবে স্যানিটাইজ করতে হবে ৷ এই পদ্ধতি মানলে মেট্রো চালানো সম্ভব হবে ৷
কলকাতা মেট্রো চলার ব্যাপারে কেন্দ্র-রাজ্য একমত হলেই খুলে যাবে মেট্রো রেল ৷ প্রতি স্টেশনে যাত্রীদের ঢোকা বেরনোর ব্যবস্থা থেকে শুরু করে প্রতি স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকার ভিড় নিয়ন্ত্রণ-ব্যবস্থা কী হতে পারে, স্টেশনে কিভাবে হবে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কত তাড়াতাড়ি যাত্রীরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে পড়তে পারবেন -সেই পরিকল্পনার কাজই শুরু হয়েছে ৷
advertisement
advertisement
We are discussing with the Metro authorities about resuming the Metro services from 1st July, allowing passengers only up to the seating capacity: West Bengal Chief Minister Mamata Banerjee https://t.co/CQ26fhtgrA
— ANI (@ANI) June 26, 2020
আনলকের শুরুতেই মেট্রো কর্মীদের নিয়ে স্টাফ স্পেশাল মেট্রো চলছে ৷ সাধারণ যাত্রী পরিষেবা শুরু হল টোকেনের বদলে স্মার্ট কার্ড ব্যবহারের ভাবনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ৷ একইসঙ্গে মেট্রো কামরার ভিতরে ও স্টেশনে সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের দাঁড়ানো ও বসার জায়গা নির্দিষ্ট করে দেওয়ার কাজ চলছে ৷
Location :
First Published :
June 26, 2020 6:44 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Unlock 2.0: বেশি মাখামাখি নয়, শর্ত মেনে ১ জুলাই থেকে চলুক মেট্রো রেল- মুখ্যমন্ত্রী