#নয়াদিল্লি: করোনা ওয়ার্ল্ডোমিটার বলছে যে, মারণ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকায় দু'নম্বরে রয়েছে ভারত৷ আমেরিকার ঠিক পরেই৷ কিন্তু এই মহামারি মোকাবিলায় ভারতের সুচিন্তিত পদক্ষেপের তারিফ করছে গোটা বিশ্ব৷
কোভিড যুদ্ধে ভারত প্রতিদিনই এক পা করে এগিয়ে যাচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নেমে ১০ হাজার ৬8৷ যা গত ৭ মাসে সবচেয়ে কম৷ গত ১১ জুন ভারতে একদিনে ১০ হাজারের কম সংক্রমণের খবর এসেছিল৷ এমনকী মৃত্যুর সংখ্যাও গত ৮ মাসে সর্বনিম্ন৷ গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের মৃত্যুর খবর মিলেছে৷ গত মে মাসের ২৩ তারিখের পর এক দিনে সবচেয়ে কম মৃ্ত্যুর সংখ্যা এটাই৷
করোনা ওয়ার্ল্ডোমিটার বলছে, ভারতে এখনও পর্যন্ত ১ কোটি ৫৮ লক্ষ ২ হাজার ৬৪৭ জনের শরীরে বাসা বেঁধেছে করোনা৷ মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৫৯৩ জনের৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ কোটি ২ লক্ষ ২৮ হাজার ৭৫৩ জন৷ কেন্দ্রের পরিসংখ্যান এটাই৷
📢#CoronaVirusUpdates: 📍#COVID19 India Tracker (As on 19 January, 2021, 08:00 AM) ➡️Confirmed cases: 1,05,81,837 ➡️Recovered: 1,02,28,753 (96.66%)👍 ➡️Active cases: 2,00,528 (1.90%) ➡️Deaths: 1,52,556 (1.44%)#IndiaFightsCorona#Unite2FightCorona#StaySafe Via @MoHFW_INDIA pic.twitter.com/z5zHaBSTqf
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) January 19, 2021
গত শনিবার থেকে দেশ জুড়ে করোনা টিকাকরণের মহাযজ্ঞ শুরু হয়ে গিয়েছে৷ প্রথম দিনে মোট ২ লক্ষ ২৪ হাজার ৩০১ জনকে টিকা দেওয়া হয়েছিল৷ টিকাদান কর্মসূচির নিরীখে এটি বিশ্ব রেকর্ড৷ সংখ্যাটা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের থেকেও বেশি৷
দেশের মোট ৩০০৬ কেন্দ্রে টিকাকরণের কাজ হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে ১০০ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে৷ প্রথম পর্যায়ে সারা দেশের ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ অবশ্যই তাঁরা স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মী৷ দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ ধীরে ধীরে দেশের সব মানুষকেই টিকা দেওয়া হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus