Coronavirus 2nd Wave-Heathrow: ভারত থেকে অতিরিক্ত বিমান ঢুকতে দেবে না হিথরো, সাফ জানাল বিমানবন্দর কর্তৃপক্ষ

Last Updated:

ভারতে যে ভাবে করোনা (corona in India) সংক্রমণ উর্ধ্বমুখী, তা দেখে সারা বিশ্বের মানুষ ত্রস্ত।

ভারতকে 'না' হিথরোর
Photo : File Photo
ভারতকে 'না' হিথরোর Photo : File Photo
ব্রিটেনের স্বাস্থ্য়মন্ত্রী ম্য়াট হ্য়ানকক জানিয়েছেন, ভারতে প্রায় ১০০ টি প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, " ভারতকে লাল তালিকাভুক্ত করে আমরা খুবই কঠোর সিদ্ধান্ত নিয়েছি ৷ যাঁরা ব্রিটেনের বাসিন্দা নন অথবা আইরিস নন এমন নাগরিকরা যদি বিগত ১০ দিন ভারতে থাকেন তাঁরা ব্রিটেনে ঢুকতে পারবেন না ৷ এর আগে বিবিসির তরফেও একই খবর জানানো হয়েছিল যে হিথরো বিমানবন্দরে কোনও ভারতীয় অতিরিক্ত বিমান ঢুকতে দেওয়া হবে না৷
advertisement
ভারতে এখন লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্য়া ৷কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তরফে যে তথ্য় দেওয়া হয়েছে তাতে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে৷ এদিকে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে বেশ কয়েকটি রাজ্য়ে৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার ৷ পাশাপাশি ১মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে করোনা টিকা দেওয়ার কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখনিই দেশে পূর্ণ লকডাউন শুরু না হলেও বিভিন্ন রাজ্যগুলি কিছু সময়ের জন্য বা এলাকাভিত্তিকভাবে লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের (US) রেড লিস্টেও ঢুকে পড়েছে ভারত (India)। দেশের নাগরিকদের এই সময়ে ভারতে কোনওভাবেই না যেতে বলে দিয়েছে বাইডেন সরকার। ভারতে যে ভাবে করোনা (corona in India) সংক্রমণ উর্ধ্বমুখী, তা দেখে সারা বিশ্বের মানুষও ত্রস্ত। তা দেখেই ব্রিটেনের পর মার্কিন সরকারও এই সময়ে ভারতে যাতায়াত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন।
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus 2nd Wave-Heathrow: ভারত থেকে অতিরিক্ত বিমান ঢুকতে দেবে না হিথরো, সাফ জানাল বিমানবন্দর কর্তৃপক্ষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement