#চণ্ডীগড়: কোভিড টিকার প্রস্তুতি পঞ্জাব দেশজুড়ে করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি চরমে এবং কোভিড-১৯ ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকা কর্মসূচি হবে ভারতের ৪ রাজ্য অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাত ও পঞ্জাবে৷ আগামী সপ্তাহেই হবে এই প্রক্রিয়া৷ কেন্দ্রের তরফ থেকে এমন জানানো হল৷
আরও বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এতে অংশ নিয়েছেন ৭ হাজার প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা। শুধুমাত্র লাক্ষাদ্বীপে তা হবে ২৯শে ডিসেম্বর।
রিপোর্ট বলছে, সরকার ৪টি রাজ্যের মধ্যে আপাতত পঞ্জাবকে বেছে নিয়েছে কোভিড-১৯ টিকার পরীক্ষামূলক টিকা কর্মসূচির জন্য, ৷বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিংহ সিধু জানিয়েছেন, আগামী ২৮ এবং ২৯ ডিসেম্বর টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে। লুধিয়ানা এবং শহিদ ভগৎ সিংহ নগরে ওই দু’দিন টিকাকরণ কর্মসূচি চলবে।